ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ ওয়াসিমের জীবনের মধ্য দিয়ে দেশের মানুষের মুক্তির আন্দোলন সফল হয়েছে আ.লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে, হামলা মামলা হত্যা ও হয়রানীর শিকার কর্মীরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফুলপুর উপজেলা বাহাদুরপুর আঞ্জুমান উচ্চ বিদ্যালয়ে চলছে অনিয়ম দুর্নীতি ষড়যন্ত্র ভুগছে সহকারী শিক্ষকরা বরিশালে মাদক নিরাময় মাইন্ড কেয়ারে নারীকে যৌন হয়রানি! দেওয়ানবাগ দরবার শরীফ ও বিভিন্ন মাজারে হামলার তীব্র নিন্দা আজ তরুন সাহসী সাংবাদিক জিয়াউল হক আকন এর শুভ জন্মদিন মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রেহেনা রিয়া ঈশ্বরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জুড়ীর লাটিটিলা সীমান্তে দুই রোহিঙ্গা ও তিন বাংলাদেশী  আটক

অভিনয়ে কাজ করতে চান “প্রমা”

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০৮:৪৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৩৯২ বার পড়া হয়েছে

মান্নান হিমেল :- আলোর পথে এক নিভৃত যাত্রী এই সময়ের আলোচিত মুখ রহিমা আক্তার প্রমা। চট্টগ্রাম মিডিয়া ও মঞ্চে সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছেন সমতালে।অনলাইন অফলাইন সহ নানান সোশ্যাল মিডিয়াতেও ভালো কাজ করে যাচ্ছেন।

চট্টগ্রাম জেলার বায়েজিদ থানার অন্তর্গত টেক্সটাইল এলাকায় এই অভিনেত্রী জন্মগ্রহন করেন। তার গ্রামের বাড়ি হাটহাজারী। চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইমারাতুন নেছা সিটি করপোরেশন বালিকা বিদ্যালয় হতে মাধ্যমিকের পাঠ চুকিয়ে ভর্তি হন নাসিরাবাদ সরকারি মহিলা কলেজে।সে খান থেকে এইস এস সি পাশ করে চট্টগ্রাম কলেজ হতে অনার্সে মনোবিজ্ঞান বিষয়ের উপর কৃতিত্বের সাথে পাশ করেন।বর্তমানে তিনি মিডিয়া ও মঞ্চের সাথে নিজেকে সক্রিয় ভাবে জড়িত রেখেছেন।

এছাড়া তিনি মঞ্চকে খুব ভালোবাসেন বলেই গতবছর বীজন নাট্য গোষ্ঠীর সদস্য পদে যোগদান করেন।তার পাশাপাশি শুদ্ধ উচ্চারণ এবং সুন্দর উপস্থাপনার জন্য যুক্ত হয়েছেন মুক্তধনি আবৃত্তি সংসদের সাথে। বীজন নাট্য গোষ্ঠীর সাথে থেকে পথ নাটক শিখা চিরন্তন এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন।এছাড়া মুক্তধনি আবৃত্তি সংসদ এর সাথে থাকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে এমনকি ঢাকা, সিলেট,ফেনী,কক্সবাজারে আবৃত্তি মঞ্চস্থ করেন।

এছাড়া বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত আবু সুফিয়ান প্রযোজনায় নাটক ” ময়না পাখি ” তে বিশেষ চরিত্রে অভিনয় করেন। স্যাটেলাইট টিভি চ্যানেল বিজয় টিভিতে মাহমুদ বাবু রচিত ও পরিচালিত “আত্মগল্প” বৈশাখী টিভিতে আতিকুর রহমান পরিচালিত ” জন জীবন ” এ অভিনয় করেন।

এছাড়া সম্প্রচারের অপেক্ষা আছে তার অভিনিত ভালোবাসর মূল্য, তোমাকে হাড়াতে চাই না এবং ফিরে দেখা । বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে সচেতনতা মূলক বেশ কিছু নাটিকাতে অভিনয় করেছেন।

সৃজনশীল এই নাট্য কর্মীর নাটকের হাতেখড়ি বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব আহমেদ কবীর ও মোশারফ ভূঁইয়া পলাশ এর হাত ধরে।ব্যাক্তিগত দিক থেকে তিনি একজন সমাজকর্মী, মানুষকে ভালোবাসেন, পরোপকারী করতে খুব পছন্দ করেন। ভালো লাগে স্ট্রিট খাবার। গান শুনা,এবং মুভি দেখে অবসর সময় কাটান। স্বপ্ন দেখেন থিয়েটার তথা নাট্য চর্চার মধ্য দিয়ে কুসংস্কারছন্ন অন্ধকার সমাজে আলো ছড়াতে প্রগতির মুক্তবার্তা পৌঁছে দিতে চান অন্তর থেকে অন্তরে।আমরা তার উত্তোরত্তর সমৃদ্ধি সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহীদ ওয়াসিমের জীবনের মধ্য দিয়ে দেশের মানুষের মুক্তির আন্দোলন সফল হয়েছে

অভিনয়ে কাজ করতে চান “প্রমা”

আপডেট সময় : ০৮:৪৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

মান্নান হিমেল :- আলোর পথে এক নিভৃত যাত্রী এই সময়ের আলোচিত মুখ রহিমা আক্তার প্রমা। চট্টগ্রাম মিডিয়া ও মঞ্চে সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছেন সমতালে।অনলাইন অফলাইন সহ নানান সোশ্যাল মিডিয়াতেও ভালো কাজ করে যাচ্ছেন।

চট্টগ্রাম জেলার বায়েজিদ থানার অন্তর্গত টেক্সটাইল এলাকায় এই অভিনেত্রী জন্মগ্রহন করেন। তার গ্রামের বাড়ি হাটহাজারী। চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইমারাতুন নেছা সিটি করপোরেশন বালিকা বিদ্যালয় হতে মাধ্যমিকের পাঠ চুকিয়ে ভর্তি হন নাসিরাবাদ সরকারি মহিলা কলেজে।সে খান থেকে এইস এস সি পাশ করে চট্টগ্রাম কলেজ হতে অনার্সে মনোবিজ্ঞান বিষয়ের উপর কৃতিত্বের সাথে পাশ করেন।বর্তমানে তিনি মিডিয়া ও মঞ্চের সাথে নিজেকে সক্রিয় ভাবে জড়িত রেখেছেন।

এছাড়া তিনি মঞ্চকে খুব ভালোবাসেন বলেই গতবছর বীজন নাট্য গোষ্ঠীর সদস্য পদে যোগদান করেন।তার পাশাপাশি শুদ্ধ উচ্চারণ এবং সুন্দর উপস্থাপনার জন্য যুক্ত হয়েছেন মুক্তধনি আবৃত্তি সংসদের সাথে। বীজন নাট্য গোষ্ঠীর সাথে থেকে পথ নাটক শিখা চিরন্তন এ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন।এছাড়া মুক্তধনি আবৃত্তি সংসদ এর সাথে থাকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে এমনকি ঢাকা, সিলেট,ফেনী,কক্সবাজারে আবৃত্তি মঞ্চস্থ করেন।

এছাড়া বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত আবু সুফিয়ান প্রযোজনায় নাটক ” ময়না পাখি ” তে বিশেষ চরিত্রে অভিনয় করেন। স্যাটেলাইট টিভি চ্যানেল বিজয় টিভিতে মাহমুদ বাবু রচিত ও পরিচালিত “আত্মগল্প” বৈশাখী টিভিতে আতিকুর রহমান পরিচালিত ” জন জীবন ” এ অভিনয় করেন।

এছাড়া সম্প্রচারের অপেক্ষা আছে তার অভিনিত ভালোবাসর মূল্য, তোমাকে হাড়াতে চাই না এবং ফিরে দেখা । বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে সচেতনতা মূলক বেশ কিছু নাটিকাতে অভিনয় করেছেন।

সৃজনশীল এই নাট্য কর্মীর নাটকের হাতেখড়ি বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব আহমেদ কবীর ও মোশারফ ভূঁইয়া পলাশ এর হাত ধরে।ব্যাক্তিগত দিক থেকে তিনি একজন সমাজকর্মী, মানুষকে ভালোবাসেন, পরোপকারী করতে খুব পছন্দ করেন। ভালো লাগে স্ট্রিট খাবার। গান শুনা,এবং মুভি দেখে অবসর সময় কাটান। স্বপ্ন দেখেন থিয়েটার তথা নাট্য চর্চার মধ্য দিয়ে কুসংস্কারছন্ন অন্ধকার সমাজে আলো ছড়াতে প্রগতির মুক্তবার্তা পৌঁছে দিতে চান অন্তর থেকে অন্তরে।আমরা তার উত্তোরত্তর সমৃদ্ধি সাফল্য ও দীর্ঘায়ু কামনা করি।