মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:-নওগাঁর আত্রাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মারামারিতে এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বড়শিমলা গ্রামের মৎস্যজীবী পাড়া গ্রামের মোঃ মজিবরের স্ত্রী মমেনা বিবি (৫৫)
স্থানীয় সূত্রে জানা যায়, মমেনার পরিবারের সাথে প্রতিবেশি মোঃ শহিদুল ইসলাম ও মোঃ খলিলুর রহমানের পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে দুই পক্ষের সঙ্গে মারামারি বেধে যায়। এক পর্যায়ে সেখানে মোমেনা বিবির মৃত্যু হয়েছে।
সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ গতকাল রোববার তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে।
এ সংবাদ লিখা পর্যন্ত
এ ব্যাপারে আত্রাই থানায় মামলা দায়েরের প্রস্ততি চলতেছিল। আত্রাই থানার ওসি মোঃ তারেকুর রহমান বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রাথমিকভাব আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত রিপোর্ট এলেই বুঝা যাবে এটি হত্যা না অন্য কোন কারনে মত্যু হয়েছে।