নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রীয় যুবলীগ’র ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা জনগণের পীড়াপীড়িতে শেষমুহুর্তে প্রার্থী হওয়ার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এরই ধারাবাহিকতায় কলসকাঠী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের যুবসমাজ সাদ্দাম ও এনামুল এর নেতৃত্বে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে প্রার্থীর অনুপস্থিতিতে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অত্র এলাকা থেকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রতিশ্রুতি প্রদান করেন। আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে তাই এই স্বল্প সময়ে প্রচণ্ড দাবদাহে ১৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রার্থীর যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায় প্রত্যেকের গ্রামে এলাকার কর্মীদের উদ্যোগে দক্ষিণ সাদিশ গ্রামের মতো উঠান বৈঠক করা যেতে পারে বলে ভাবছেন তার সমর্থক মহল। ইতিমধ্যেই বাকেরগঞ্জের প্রতিটি ইউনিয়নে তার পক্ষে গণজোয়ারের সৃষ্টি হয়েছে। অত্যন্ত পরিশ্রমী, সৎ, কর্মীবান্ধব এ নেতা বৈরী আবহাওয়ায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন তার নির্বাচনি প্রতীক আনারসে ভোট দেয়ার জন্য।