
মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে (২ এপ্রিল) বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে জন্য ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর সালেহ বারাবর মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন, বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম. এ মান্নান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মোহাম্মদ সাবের ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক।
ভাইস চেয়ারম্যান পদে— উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আবু জাফর, উপজেলা যুবলীগের সাবেক শিক্ষা ও পাঠাগার সম্পাদক সালাউদ্দিন সারো, যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান মান্না, প্রদীপ দত্ত, সন্তোষ কুমার দে ও মুজিবুর রহমান চৌধুরী।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন— বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট চুমকি চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদিকা পারভীন হাবিব।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর জামানতের টাকাও প্রার্থীরা জমা দিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৫ চেয়ারম্যান, ৭ ভাইস চেয়ারম্যান, ৩ মহিলা ভাইস চেয়ারম্যান মনোনয়ন জমা দিয়েছেন।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের উপজেলায় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ মে। মনোনয়ন বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে।