ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকনের ! বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগে সহকারী শিক্ষীকা সহ ৩জনকে আইনি নোটিশ ডিসেম্বর হচ্ছে পৃথিবীর মানচিত্রে একটি নতুন জাতি ও ভূখণ্ডের স্বীকৃতি আদায়ের মাস শ্রেষ্ঠ পরিচালক হিসেবে সুজন বড়ুয়া’র শাহ আব্দুল করিম (এসএকে) অ্যাওয়ার্ড জয় মনোনয়নপত্র দাখিল করেছেন আ.লীগ মনোনীত প্রার্থী : নাহিম রাজ্জাক। হরিপুরে, ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল! সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে  মোট ২১জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন মৌলভীবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন পরিবেশমন্ত্রী মো: শাহাব উদ্দিন মধুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি

আমি প্রেমিক বড্ড বোকা, ভালোবেসে তোমাকে বার বার খেয়েছি ধোঁকা !

  • আপডেট সময় : ০১:২০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • ২০৬৪ বার পড়া হয়েছে

খান মাহাদী

আমি তো ছিলাম সামান্য মাটির মানুষ, ভুল ও ছিলো কিছু বেশ ।
তুমি তো ছিলে আমার ঈশ্বরী দেবী, ক্ষমা করলেই তো হতো সব নিঃশেষ !

বিচ্ছেদের অনল আগুনে জ্বলতে থাকা আমার এই মন তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্খায় যখন ব্যকুল,
সমাজ,পরিবার,রাষ্ট্র যখন বলছে আমায় তুই যাস নে প্রেমিক ,
কাদবি আবার , জ্বলবে তোর বুকের আগুন, পুড়বি তুই আবার ,
হটাৎ করেই দেবীর মতন আগমন ঘটলো তোমার !

আমি প্রেমিক এখন বড্ড শান্ত, ভালোবাসার মহাসাগরে ঘুরে বেড়াই দিন রাত তোমার সাথে ।
আহ ! কি যে আনন্দ আমার আকাশে বাতাসে !

তোমাকে আরেকবার ভালোবেসে সমাজের কাছে হলাম বদনাম ।
তবুও আমার প্রেমিকাকে আগলে রেখেছি,এটাই কি নয় আমার ভালোবাসার সর্বনাশা প্রমান ?

আবার বিয়ে হবে আমাদের, বাজবে সানাইয়ের সুর।
আবার ফিরে পাবো তোমায় ,আমি ভাবি এটাই নিয়তির শুল !

কিন্তু হায় ভাগ্যের কি নির্মম পরিনতি, প্রেমিকের কাছে এলো তোমার গোপন সব নথী ।
আমার বুকে এখন তীব্র আগুনের জ্বালা,কি করেই বা আবার সামলাবো তোমার এই ছলনার মালা !

আমি প্রেমিক বড্ড বোকা, ভালোবেসে তোমাকে বার বার পেয়েছি ধোকা ।
ভালোবেসে তোমায় ভুলি আমি কি করে ? সমাজের বদনাম গুলো লুকাই কার তরে ?

তুমি এখন বেশ সুখেই আছো ,তোমার তো এখন অনেক দাম ! সমাজের সাথে নাকি এখন তুমিও করো আমার বদনাম !

আমি প্রেমিক এখন ক্লান্ত বিরহের পথে । তোমার ছলনার করতালে আমি এখন একাকিত্বের ঘরে ! তবুও প্রার্থনা করি তুমি সর্বদা থাকো সুখে !

ট্যাগস :

সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খান খোকনের !

আমি প্রেমিক বড্ড বোকা, ভালোবেসে তোমাকে বার বার খেয়েছি ধোঁকা !

আপডেট সময় : ০১:২০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

খান মাহাদী

আমি তো ছিলাম সামান্য মাটির মানুষ, ভুল ও ছিলো কিছু বেশ ।
তুমি তো ছিলে আমার ঈশ্বরী দেবী, ক্ষমা করলেই তো হতো সব নিঃশেষ !

বিচ্ছেদের অনল আগুনে জ্বলতে থাকা আমার এই মন তোমাকে পাওয়ার তীব্র আকাঙ্খায় যখন ব্যকুল,
সমাজ,পরিবার,রাষ্ট্র যখন বলছে আমায় তুই যাস নে প্রেমিক ,
কাদবি আবার , জ্বলবে তোর বুকের আগুন, পুড়বি তুই আবার ,
হটাৎ করেই দেবীর মতন আগমন ঘটলো তোমার !

আমি প্রেমিক এখন বড্ড শান্ত, ভালোবাসার মহাসাগরে ঘুরে বেড়াই দিন রাত তোমার সাথে ।
আহ ! কি যে আনন্দ আমার আকাশে বাতাসে !

তোমাকে আরেকবার ভালোবেসে সমাজের কাছে হলাম বদনাম ।
তবুও আমার প্রেমিকাকে আগলে রেখেছি,এটাই কি নয় আমার ভালোবাসার সর্বনাশা প্রমান ?

আবার বিয়ে হবে আমাদের, বাজবে সানাইয়ের সুর।
আবার ফিরে পাবো তোমায় ,আমি ভাবি এটাই নিয়তির শুল !

কিন্তু হায় ভাগ্যের কি নির্মম পরিনতি, প্রেমিকের কাছে এলো তোমার গোপন সব নথী ।
আমার বুকে এখন তীব্র আগুনের জ্বালা,কি করেই বা আবার সামলাবো তোমার এই ছলনার মালা !

আমি প্রেমিক বড্ড বোকা, ভালোবেসে তোমাকে বার বার পেয়েছি ধোকা ।
ভালোবেসে তোমায় ভুলি আমি কি করে ? সমাজের বদনাম গুলো লুকাই কার তরে ?

তুমি এখন বেশ সুখেই আছো ,তোমার তো এখন অনেক দাম ! সমাজের সাথে নাকি এখন তুমিও করো আমার বদনাম !

আমি প্রেমিক এখন ক্লান্ত বিরহের পথে । তোমার ছলনার করতালে আমি এখন একাকিত্বের ঘরে ! তবুও প্রার্থনা করি তুমি সর্বদা থাকো সুখে !