মাসুদ রানাঃ অদ্য ১৭ মার্চ ২৩ ইং রাজধানী নয়াপল্টনে হোটেল ভিক্টোরী’তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক সেচ্ছাসেবী ও জনহিতকর কাজের জন্য লাইফ টাইম এ্যাওয়ার্ড প্রাপ্ত ফেনী জেলার আনন্দপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী মোহাম্মদ এন. মজুমদার-কে আনন্দপুর ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় ।
আনন্দপুর ফোরামের সভাপতি আনোয়ারুল আজিম মিলনের সভাপতিত্ব ও নাছির উদ্দিন পাটোয়ারীর সন্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ এন. মজুমদার, মাস্টার অব ল (নিউ ইয়র্ক)। মিসেস রেক্সোনা মজুমদার, পরিচালক, মজুমদার ফাউন্ডেশন। রাশেদ মজুমদার, এসিস্টেন্ট ডিস্টিক্ট এটর্নি এট’ল’ ফর দি কাউন্টি অব দি ব্রংক্স। ড. . বশির আহমেদ, সভাপতি, জয় বাংলা রাষ্ট্রিয় শ্লোগান পরিষদ। মন্জুরুল আলম টিপু, চেয়ারম্যান, স্বপ্নীল সংগঠন। ইসমাইল নাসির, সাবেক সভাপতি, ধর্মপুর সোসাইটি। ও আনন্দপুর ফোরাম-ঢাকার অন্যান্য নেতৃবৃন্দ।