মুহাম্মদ এমরান
বান্দরবান:- বান্দরবান জেলার লামা উপজেলায় আলীকদম সেনা জোন কর্তৃক শিক্ষা সামগ্রী ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১১’ই অক্টোবর, ২৩ইং (বুধবার) লামা উপজেলার ইয়াংছায় জীনামেজু টেকনিক্যাল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোন এর কমান্ডার সাব্বির রহমান পিএসসি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীনামেজু অনাথ আশ্রমের অধ্যক্ষ ভদন্ত: উ: নন্দমালা থের ও ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুফিজ উদ্দীন, মানবাধিকার কর্মী মোঃ রুহুল আমিন, ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, আপ্রুসিং মার্মা, আনাই মার্মা সুমি, মোঃ জিয়াবুল ইসলাম, মংমেগ্য মার্মাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে আলীকদম সেনা জোন এর কমান্ডার সাব্বির রহমান পিএসসি বলেন,পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রিতি ও উন্নয়ন বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন আলীকদম ও লামার দূর্গম পাহাড়ের বসবাসরত মানুষের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। তার পরিপ্রেক্ষিতে আজ জীনামেজু অনাথ আশ্রমের ১২ জন ছাত্র ও ৭০ জন ছাত্রী এবং ঐ এলাকার ৭ জন পুরুষ ও ১০৭ জন মহিলাসহ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি তিনি আরও বলেন,পার্বত্য অঞ্চলের মানুষের পাশে সবসময় এখন যেভাবে পাশে রয়েছে,ভবিষ্যতেও পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।