মুহাম্মদ এমরান
বান্দরবান:- বাংলাদেশ ছাত্রলীগ লামা উপজেলা শাখার আওতাধীন ইয়াংছা ইউনিট ছাত্রলীগের উদ্যোগে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রবীন বাহাদুরের নির্দেশে গরীব অসহায় মানুষের মাঝে সবজি বিতরণ করা হয়।
(১৮ নভেম্বর) শনিবার বিকেল ০৪ ঘটিকার সময় ইয়াংছা বাজারে তালহা কম্পিউটার দোকানের সামনে লাউ, মুলা, বেগুন, লাল শাক, চিচিঙ্গা, মরিচ ও টামেটো ভিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদনান আহমেদ(সাদ্দাম), সাংগঠনিক সম্পাদক নয়ন ত্রিপুরা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, ইয়াংছা কুমারী ইউনিট শাখার সভানেত্রী আনাই মার্মা (সুমি), বাংলাদেশ আওয়ামী লীগ ইয়াংছা কুমারী ইউনিট শাখার কোষাধ্যক্ষ মোঃ ইসমাইল(পুতু) ইয়াংছা কুমারী ইউনিট ছাত্রলীগের সভাপতি, মোঃ কপিল উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক, নাজিম মাহমুদ। ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক,সাংবাদিকসহ নেতাকর্মীগন।
বিনামূল্যে সবজি পেয়ে উপকারভোগীরা বলেন, আমরা বিনামূল্যে সবজি পেয়ে অনেক খুশি,বর্তমানে ৫০-৬০ টাকার নিচে কোন সবজি নেই। আমারা সারাদিন পরিশ্রম করে মাত্র ৬০০-৭০০ টাকা পাই, সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। সারাদিন মাঠে কাজ করে সন্ধ্যা বেলায় বাজারে এসে শুধু সবজি কিনতেই আমাদের ৪০০-৫০০টাকা চলে যায়। এই সবজি পেয়ে আমরা অন্তত ২-৩দিন খাইতে পারবো।