ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাটহাজারী দক্ষিণ মাদার্শা এলাকায় জবরদখল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ের কেয়ারটেকার গোলাম মোস্তফার উপর হামলা দাসের জঙ্গল বাজার বণিক সমিতি নির্বাচনে সম্ভাব্য সভাপতি প্রার্থী সাখাওয়াত হোসেন সুজন হাওলাদার নদী ভাঙ্গনে দিশেহারা অসহায় দক্ষিণ সাদিশের মানুষ বাকলিয়ায় ১৫ যুবদলের কর্মীকে যুবলীগ সাজিয়ে হত্যা মামলা ভূয়া র‍্যাব সদস্য পরিচয়ে প্রতারণার ঘটনার মূলহোতা রাকিব সহ ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১ মানবিক রক্ত ব্যাংকের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত! গাজীপুর প্রেসক্লাবের ২০২৪-২৫ নির্বাচন অনুষ্ঠিত মাসুদুল সভাপতি, নজরুল সাধারণ সম্পাদক দশম গ্রেড বাস্তবায়নে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি খোরশেদ আলম রাসুকে হয়রানী না করার আহ্বান ব্যবসায়ীদের

ইয়াংছা লামা-চকরিয়া যাতায়াতে বাস,চান্দের গাড়ির চেয়ে সিএনজিতে সুবিধা বেশি

  • আপডেট সময় : ০৬:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • ২২২৭ বার পড়া হয়েছে

মুহাম্মদ এমরান
বান্দরবান:- ইয়াংছা চকরিয়া লামা-আলীকদম সড়কে যাতায়াতের জন্য বাস,চান্দের গাড়ির চেয়ে সিএনজিতে বেশি সুবিধা বলেছেন যাত্রীরা।

২০ অক্টোবর ২০২৩, শুক্রবার সকালে ইয়াংছা স্টেশনে গেয়ে যাত্রীদের সাথে কথা বলে জানতে পারি, তারা বাস গাড়িতে উঠলে সহজে সিট পায়না। দাঁড়িয়ে যাতায়াত করতে হয়।

সিএনজির এক যাত্রী অংমে মার্মা বলেন, বাস গাড়িতে উঠলে বলে ইয়াংছার যাত্রীর সিট নেই, দাঁড়িয়ে যেতে পারলে যাও নাহয় নেমে যাও।
তিনি আরো বলেন, দিবারাত্রি সবসময় সিএনজি আমাদের উপকারে আসে, রাত ৮টার পর হলে বাস গাড়ি বন্ধ হয়ে যায়।  রাতে যদি কোন রোগী নিয়ে হাসপাতালে যেতে হয়, তাহলে আমরা বাস আর চান্দের গাড়ি পায়না। কিন্তু সিএনজি যে কোন মুহূর্তেই পাশে পাই।

আরেক যাত্রী বলেন, বাস আর চান্দের গাড়ি গুলোর না আছে ফিটনেস না আছে সেবার মান।
একটা চান্দের গাড়িতে ১৪ জন যাত্রী হওয়ার জন্য ঘন্টাব্যাপী বা তারও বেশী অপেক্ষা করতে হয়। ইমার্জেন্সি রোগী বা ২, ৩ জন ফ্যামিলি মেম্বাররা রিজার্ভ নিলে চান্দের গাড়ির জন্য ভাডা গুণতে হয় ১২০০-১৫০০ টাকার মত, যেখানে আমরা ৩০০-৫০০ টাকার মধ্যে একটা সিএনজি রিজার্ভ করে চলে যেতে পারি, বাস আর চান্দের গাড়ি গুলোতে চড়লে মহিলা, শিশু, বয়স্কদের মাথা ঘোরায়, বমি হয়,কিন্তু সিএনজি তে করে গেলে আরামে সুন্দরভাবে যায়তে পারে।

আরেক যাত্রী বলেন, লামা থেকে চকরিয়া রোডের দূরত্ব ২৫ কিঃমি আর ভাড়া চান্দের গাড়িতে ৮০টাকা, বাসে ৭০ টাকা, তার উপর না আছে বসে আরাম না আছে যাত্রীসেবা। সিএনজিতে ইয়াংছা থেকে চকরিয়া গেলে ৫০টাকা, লামা গেলে ৫০টাকা। লামা থেকে চকরিয়া গেলে ১০০টাকা। সেই তুলনায় সিএনজির সার্ভিস অনেক ভালো।

সিএনজির যাত্রী,  মোঃ রেজাউল বলেন, আমরা সবসময় লামা-চকরিয়া যাতায়াত করি। দোকানের জন্য মালামাল আনি, আমাদের যাতায়াতে সিএনজি সুবিধা বেশি।  কারণ,  আমরা যে কোন মুহূর্তে সিএনজি পাশে পাই। মনে করেন,  আমি ইয়াংছায়, আমার দোকানের জন্য মালামাল আনতে হবে। সিএনজির যে কোন একটা ড্রাইভারকে কল দিলেই ওনারা মালামাল আনি আসে। আমার পরিবারের কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমরা সিএনজি পাশে পাই। রাত যতো গভীর হোকনা কেন, সিএনজির ড্রাইভারকে একটা কল দেওয়া মাত্র বাড়ির সামনে চলে আসে। আগে যখন সিএনজি ছিলোনা তখন আমাদের একটা রোগী নিয়ে যাওয়ার জন্য ১৫০০-২০০০টাকা গুণতে হতো। কিন্তু এখন সিএনজিতে ৩০০-৫০০টাকা দিয়েই চলে যেতে পারি।

ইয়াংছার একজন ব্যবসায়ী বলেন, একসময় আমাদের দোকানের মালামাল আনার জন্য বাস এবং চান্দের গাড়িতে ১০০০-১৫০০টাকা ভাড়া গুণতে হতো। কিন্তু এখন একটা সিএনজি রিজার্ভ করলে সর্বোচ্চ ৩০০-৪০০টাকা খরচ হয়। তাছাড়া চান্দের গাড়িতে ইয়াংছা থেকে সিট পাওয়া যায়না। বাসে হলে কোনরকম পিছনে বা বাক্সে সিট পাইলেও তা বসার অনুপযোগী হয়ে পড়েছে। নেই গাড়ির ফিটনেস। রোদে হলে যেমন তেমন, বর্ষার সময় বৃষ্টির পানি গাড়ির ভিতর দিয়ে পড়ে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাটহাজারী দক্ষিণ মাদার্শা এলাকায় জবরদখল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা

ইয়াংছা লামা-চকরিয়া যাতায়াতে বাস,চান্দের গাড়ির চেয়ে সিএনজিতে সুবিধা বেশি

আপডেট সময় : ০৬:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

মুহাম্মদ এমরান
বান্দরবান:- ইয়াংছা চকরিয়া লামা-আলীকদম সড়কে যাতায়াতের জন্য বাস,চান্দের গাড়ির চেয়ে সিএনজিতে বেশি সুবিধা বলেছেন যাত্রীরা।

২০ অক্টোবর ২০২৩, শুক্রবার সকালে ইয়াংছা স্টেশনে গেয়ে যাত্রীদের সাথে কথা বলে জানতে পারি, তারা বাস গাড়িতে উঠলে সহজে সিট পায়না। দাঁড়িয়ে যাতায়াত করতে হয়।

সিএনজির এক যাত্রী অংমে মার্মা বলেন, বাস গাড়িতে উঠলে বলে ইয়াংছার যাত্রীর সিট নেই, দাঁড়িয়ে যেতে পারলে যাও নাহয় নেমে যাও।
তিনি আরো বলেন, দিবারাত্রি সবসময় সিএনজি আমাদের উপকারে আসে, রাত ৮টার পর হলে বাস গাড়ি বন্ধ হয়ে যায়।  রাতে যদি কোন রোগী নিয়ে হাসপাতালে যেতে হয়, তাহলে আমরা বাস আর চান্দের গাড়ি পায়না। কিন্তু সিএনজি যে কোন মুহূর্তেই পাশে পাই।

আরেক যাত্রী বলেন, বাস আর চান্দের গাড়ি গুলোর না আছে ফিটনেস না আছে সেবার মান।
একটা চান্দের গাড়িতে ১৪ জন যাত্রী হওয়ার জন্য ঘন্টাব্যাপী বা তারও বেশী অপেক্ষা করতে হয়। ইমার্জেন্সি রোগী বা ২, ৩ জন ফ্যামিলি মেম্বাররা রিজার্ভ নিলে চান্দের গাড়ির জন্য ভাডা গুণতে হয় ১২০০-১৫০০ টাকার মত, যেখানে আমরা ৩০০-৫০০ টাকার মধ্যে একটা সিএনজি রিজার্ভ করে চলে যেতে পারি, বাস আর চান্দের গাড়ি গুলোতে চড়লে মহিলা, শিশু, বয়স্কদের মাথা ঘোরায়, বমি হয়,কিন্তু সিএনজি তে করে গেলে আরামে সুন্দরভাবে যায়তে পারে।

আরেক যাত্রী বলেন, লামা থেকে চকরিয়া রোডের দূরত্ব ২৫ কিঃমি আর ভাড়া চান্দের গাড়িতে ৮০টাকা, বাসে ৭০ টাকা, তার উপর না আছে বসে আরাম না আছে যাত্রীসেবা। সিএনজিতে ইয়াংছা থেকে চকরিয়া গেলে ৫০টাকা, লামা গেলে ৫০টাকা। লামা থেকে চকরিয়া গেলে ১০০টাকা। সেই তুলনায় সিএনজির সার্ভিস অনেক ভালো।

সিএনজির যাত্রী,  মোঃ রেজাউল বলেন, আমরা সবসময় লামা-চকরিয়া যাতায়াত করি। দোকানের জন্য মালামাল আনি, আমাদের যাতায়াতে সিএনজি সুবিধা বেশি।  কারণ,  আমরা যে কোন মুহূর্তে সিএনজি পাশে পাই। মনে করেন,  আমি ইয়াংছায়, আমার দোকানের জন্য মালামাল আনতে হবে। সিএনজির যে কোন একটা ড্রাইভারকে কল দিলেই ওনারা মালামাল আনি আসে। আমার পরিবারের কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমরা সিএনজি পাশে পাই। রাত যতো গভীর হোকনা কেন, সিএনজির ড্রাইভারকে একটা কল দেওয়া মাত্র বাড়ির সামনে চলে আসে। আগে যখন সিএনজি ছিলোনা তখন আমাদের একটা রোগী নিয়ে যাওয়ার জন্য ১৫০০-২০০০টাকা গুণতে হতো। কিন্তু এখন সিএনজিতে ৩০০-৫০০টাকা দিয়েই চলে যেতে পারি।

ইয়াংছার একজন ব্যবসায়ী বলেন, একসময় আমাদের দোকানের মালামাল আনার জন্য বাস এবং চান্দের গাড়িতে ১০০০-১৫০০টাকা ভাড়া গুণতে হতো। কিন্তু এখন একটা সিএনজি রিজার্ভ করলে সর্বোচ্চ ৩০০-৪০০টাকা খরচ হয়। তাছাড়া চান্দের গাড়িতে ইয়াংছা থেকে সিট পাওয়া যায়না। বাসে হলে কোনরকম পিছনে বা বাক্সে সিট পাইলেও তা বসার অনুপযোগী হয়ে পড়েছে। নেই গাড়ির ফিটনেস। রোদে হলে যেমন তেমন, বর্ষার সময় বৃষ্টির পানি গাড়ির ভিতর দিয়ে পড়ে।