
শরিফ মিয়া জামালপুর:- জামালপুরের ইসলামপুরে সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের ১২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগ আয়োজনে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাভেদ মোশারফ রুপকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড. আঃ সালামের সঞ্চালনায় এতে সহ সভাপতি আঃ লতিফ সরকার, আঃ রাজ্জাক লাল মিয়া,কোষাধ্যক্ষ মোর্শেদুর রহমান মাসুম, উপ প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল, কৃষকলীগ সভাপতি নূরল শাহ ফকির, তাছির উদ্দিন আহমেদ, মহিলা আওয়ামী লীগ সভাপতি আফরোজি আজাদ তানিয়া, সাধারণ সম্পাদক রাশেদা বেগম, যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথি,সাধারন সম্পাদক নাজনীন আক্তার পলি,ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফ ২০১১ সালে ঢাকায় কলাবাগান নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।