নিজস্ব সংবাদদাতা:-পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী উন্নত চিকিৎসা সেবা ও মানসম্মত স্বাস্থ্য পরীক্ষার প্রতিশ্রুতি নিয়ে দুমকীর লেবুখালী পাগলার মোড়ে উদ্বোধন করা হয়েছে ইসলামীয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। আজ ২৯ সেপ্টেমর শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার লেবুখালী পাগলার মোড় হাসপাতালটির অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: হারুন- আর রশিদ হাওলাদার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মো: জসিম উদ্দিন খান, পরিচালক ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন মিজানুর রহমান শরীফ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, দুমকি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন, পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এডভোকেট গাজী নজরুল ইসলাম, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আজহার আলী মৃধা, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সৈয়দ গোলাম মর্তুজা, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো: মিজানুর রহমান সিকদার প্রমুখ।
হাসপাতাল সূত্রে জানাগেছে, এ অঞ্চলের রোগীদের চিকিৎসা সেবা দিতে বিশেষজ্ঞ ডাক্তার ও অভিজ্ঞ সার্জনের সমন্বয়ে এবং উন্নত মেশিনারীর সহায়তায় সকল ধরণের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেবা প্রদান করবেন কর্তৃপক্ষ। তাই সাধারণ কেবিন ও ভি আই পি কেবিন, জেনারেল ওয়ার্ড, নবজাতক ও শিশু কেয়ার ইউনিট, জরুরী অক্সিজেন ব্যবস্থা, জরুরী এ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে হাসপাতালটিতে। স্বল্প খরচে উন্নত সেবা দেয়ায় অভিজ্ঞ ডাক্তার দ্বারা সেবা প্রদান করা হবে।