ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে গ্রেফতার: ১ ড. ইউনুসের ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের গোপন বৈঠক থেকে ১৯ ইউপি সদস্য আটক রাষ্ট্রপতি জিয়ার সততা ও দেশপ্রেম এক অনন্য দৃষ্টান্ত-সালাউদ্দীন আলী বাগেরহাটে বাস টার্মিন অবৈধ দখলের প্রতিযোগী সংবাদ সম্মেলন  অন্তর্বর্তী সরকারের দুর্বলতাই কি দেশে ফেরাবে শেখ হাসিনাকে? পূবালী ব্যাংক কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হাজারীবাগে দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী ও কিশোর গ্যাং এর দুই সদস্য গ্রেফতার বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং শহীদ জিয়া বাকেরগঞ্জে বিএনপি নেতা সোহাগের বিরূদ্ধে হয়রানির প্রতিবাদ ও প্রতারক জাহিদের বিচারের দাবীতে মানববন্ধন

ঈদ মার্কেটে পাঞ্জাবির বাজারে বড় জালিয়াতি, রাজস্থানকে ৫০ হাজার টাকা জরিমানা

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০৮:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
  • ২৬২৮ বার পড়া হয়েছে

ঈদ মানে নতুনত্ব। ঈদ মানে বাড়তি আনন্দে, উৎসবে আবীর মাখানো রঙ। ঈদ মানেই নতুন পোশাকে নিজেকে সাজানো। ঈদে ছোট-বড় সবাই নতুন পোশাকে নিজেকে সাজাতে চায়। এখন ঈদে আগের তুলনায় নানা স্টাইল আর ডিজাইনের পাঞ্জাবি পড়ার প্রবণতা বেড়েছে। পাঞ্জাবিতে যেমনি ফুটে ওঠে ব্যক্তিত্ব, তেমনি দেখতেও লাগে সুন্দর। রঙ আর বাহারি ডিজাইনের পাঞ্জাবি এখন তরুণদের প্রথম পছন্দ।

যে কোনো বয়সি বাঙালি তরুণ অথবা পুরুষকে যদি জিজ্ঞেস করা হয়, এবার ঈদে কী কিনছেন? প্রায় সবার উত্তর হবে একই। আর তা হলো- পাঞ্জাবি। ঈদে নতুন পাঞ্জাবি না হলে যেন, একেবারেই চলে না। পাঞ্জাবির পাশাপাশি অনেকে হয়তো শার্ট, পোলো ও টি শার্ট কিনে থাকেন। কিন্তু পুরুষের ঈদ বলতেই পাঞ্জাবি।

প্রতি বছর চট্টগ্রামে ঈদের বাজারে কয়েক লক্ষ টাকার পাঞ্জাবি বিক্রি হয়। এসকল পাঞ্জাবির মধ্যে ইন্ডিয়ান পাঞ্জাবির চাহিদা সর্বদাই বেশী। সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে চট্টগ্রামের রাজস্থান নামক ব্রান্ডটি। চট্টগ্রাম শহরে মোট ১৭ টি আউটলেট রয়েছে রাজস্থানের।

১৯ এপ্রিল বুধবার দুপুরে প্রবর্তক মোড়ের আউটলেটে অভিযান চালান জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানকালে দেখা যায়, দোকানের অল্প সংখ্যক পাঞ্জাবি ইন্ডিয়ান। তবে সেগুলোর কোনটিই রাজস্থান আমদানী করেনি। দেখাতে পারেনি কোন এলসি বা কাস্টমস এর ছাড়পত্র। যমুনা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা আমদানি করে বলে জানায় কর্তৃপক্ষ। কিন্তু যমুনা ট্রেডার্স এর কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, সকল ভ্যাট ট্যাক্স পরিশোধ করার পর পাঞ্জাবির মূল্য পড়ছে দুই হাজার টাকার কাছাকাছি। কিন্তু সেই পাঞ্জাবি রাজস্থানের আউটলেটে বিক্রি হচ্ছে ৭/৮ হাজার টাকা এমনকি কোনটা বিক্রি হচ্ছে ১২/১৩ হাজার টাকা পর্যন্ত। চড়া মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ঐ আউটলেটের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর দেশী পাঞ্জাবিতে “made in india” লিখে বিক্রি করার দায়ে আফমি প্লাজার দোতলায় অবস্থিত সারতাজ নামের দোকানটিতে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহজালালে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে গ্রেফতার: ১

ঈদ মার্কেটে পাঞ্জাবির বাজারে বড় জালিয়াতি, রাজস্থানকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

ঈদ মানে নতুনত্ব। ঈদ মানে বাড়তি আনন্দে, উৎসবে আবীর মাখানো রঙ। ঈদ মানেই নতুন পোশাকে নিজেকে সাজানো। ঈদে ছোট-বড় সবাই নতুন পোশাকে নিজেকে সাজাতে চায়। এখন ঈদে আগের তুলনায় নানা স্টাইল আর ডিজাইনের পাঞ্জাবি পড়ার প্রবণতা বেড়েছে। পাঞ্জাবিতে যেমনি ফুটে ওঠে ব্যক্তিত্ব, তেমনি দেখতেও লাগে সুন্দর। রঙ আর বাহারি ডিজাইনের পাঞ্জাবি এখন তরুণদের প্রথম পছন্দ।

যে কোনো বয়সি বাঙালি তরুণ অথবা পুরুষকে যদি জিজ্ঞেস করা হয়, এবার ঈদে কী কিনছেন? প্রায় সবার উত্তর হবে একই। আর তা হলো- পাঞ্জাবি। ঈদে নতুন পাঞ্জাবি না হলে যেন, একেবারেই চলে না। পাঞ্জাবির পাশাপাশি অনেকে হয়তো শার্ট, পোলো ও টি শার্ট কিনে থাকেন। কিন্তু পুরুষের ঈদ বলতেই পাঞ্জাবি।

প্রতি বছর চট্টগ্রামে ঈদের বাজারে কয়েক লক্ষ টাকার পাঞ্জাবি বিক্রি হয়। এসকল পাঞ্জাবির মধ্যে ইন্ডিয়ান পাঞ্জাবির চাহিদা সর্বদাই বেশী। সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে চট্টগ্রামের রাজস্থান নামক ব্রান্ডটি। চট্টগ্রাম শহরে মোট ১৭ টি আউটলেট রয়েছে রাজস্থানের।

১৯ এপ্রিল বুধবার দুপুরে প্রবর্তক মোড়ের আউটলেটে অভিযান চালান জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। অভিযানকালে দেখা যায়, দোকানের অল্প সংখ্যক পাঞ্জাবি ইন্ডিয়ান। তবে সেগুলোর কোনটিই রাজস্থান আমদানী করেনি। দেখাতে পারেনি কোন এলসি বা কাস্টমস এর ছাড়পত্র। যমুনা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তারা আমদানি করে বলে জানায় কর্তৃপক্ষ। কিন্তু যমুনা ট্রেডার্স এর কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, সকল ভ্যাট ট্যাক্স পরিশোধ করার পর পাঞ্জাবির মূল্য পড়ছে দুই হাজার টাকার কাছাকাছি। কিন্তু সেই পাঞ্জাবি রাজস্থানের আউটলেটে বিক্রি হচ্ছে ৭/৮ হাজার টাকা এমনকি কোনটা বিক্রি হচ্ছে ১২/১৩ হাজার টাকা পর্যন্ত। চড়া মূল্যে পণ্য বিক্রি করার দায়ে ঐ আউটলেটের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর দেশী পাঞ্জাবিতে “made in india” লিখে বিক্রি করার দায়ে আফমি প্লাজার দোতলায় অবস্থিত সারতাজ নামের দোকানটিতে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।