মো. সাখাওয়াত উল্লাহ (ময়মনসিংহ প্রতিনিধি):- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ১ জন ইজিবাইক আরোহী। ৯ জুলাই মঙ্গলবার দুপুর আনুমানিক ১:৩০টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ অংশে হারুয়া বাজারের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, স্থানীয় লক্ষীগঞ্জ বাজার থেকে একটি ব্যাটারি চালিত ইজি বাইক ঈশ্বরগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময় হারুয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজি বাইকটিকে ধাক্কা দেয়। সংঘর্ষে ইজি বাইকটি দুমড়েমুচড়ে গিয়ে ছিটকে সড়ক থেকে নিচে পরে যায়। এতে ইজিবাইকের চালক এবং ১ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন আরো ২ যাত্রী। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহতদের মধ্যে আরো একজন মৃত্যুবরণ করেন।
নিহত ইজি বাইক চালকের নাম তসলিম মিয়া (২৮)। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরশিহারি গ্রামের আব্দুল কুদ্দুস তালুকদারের ছেলে। নিহত যাত্রীর নাম আরিফুজ্জামান ওরফে রাকিব (২০)। তিনি একই উপজেলার জাটিয়া চরপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে। তিনি পিতাম্বর পাড়া হোসাইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার বিজনেস ম্যানেজমেন্ট শাখার ছাত্র এবং এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। ইজি বাইকে চড়ে তার পরীক্ষার কেন্দ্র ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থল থেকে তার পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে নিহত নারীর নাম জাহানারা বেগম (৩৫)। তিনি একই উপজেলার বড়হিত ইউনিয়নের আব্দুল খালেক (মতান্তরে আবুল খায়ের)-এর স্ত্রী। গুরুতর আহত হন একই উপজেলার জাটিয়া ইউনিয়নের কাহেদ গ্রামের আব্দুল হেকিমের ছেলে এমদাদুল হক (৪০)। আহতদেরকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতদের অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘাতক ট্রাকের হেলপারকে ট্রাক সহ আটক করা করেছে পুলিশ। এই দুর্ঘটনার বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. মাজেদুর রহমানকে ফোনে পাওয়া যায়নি। তবে ডিউটি অফিসার জানিয়েছেন, এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। দুর্ঘটনায় নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতি এবং আলামত সংগ্রহের কাজ চলছে। কাজ সম্পন্ন হওয়ার পর এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।