বিএম রবিউল ইসলাম:-উজিরপুর (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের উজিরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুশীল মন্ডল(৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১২৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (১৮ অক্টোবর ) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার হারতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সুশীল হারতা ইউনিয়নের কাজীবাড়ি
এলাকার সুধীর মন্ডলের ছেলে।
উজিরপুর মডেল থানার এসআই তরুন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুশীল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে পাইকারী ও খুচরা ইয়াবা ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আল মামুন কে নিয়ে অভিযান চালিয়ে সুশীলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১২৫পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে উজিরপুর মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.জাফর আহম্মেদ বলেন, সুশীল দীর্ঘদিন যাবত কৌশলে বিভিন্ন সময় বিভিন্নস্থানে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসায় করে আসছিলেন।
সুশীলের গ্রেপ্তারে এলাকার লোকজন পুলিশকে সাধুবাদ জানিয়েছে।
অভিযুক্তর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।