জুলফিকার আলম,দাগনভূঞা (ফেনী) :
ওয়ালটন প্লাজা ফেনীর দাগনভূঞা শাখার উদ্যোগে কিস্তিতে পন্য ক্রেতার মৃত্যুতে তার পরিবারকে এক লক্ষ টাকা নগদ হস্থান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৫) বিকেলে ওয়ালটন প্লাজা দাগনভূঞা শাখায় গ্রাহক মৃত তাজুল ইসলামের জন্য দোয়া ও মোনাজাতের পর তার নমিনির নিকট উক্ত নগদ টাকা হস্থান্তর করা হয়।
এসম উস্থিত ছিলেন দাগনভূঞা থানা এস.আই রাইটন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি দাগনভূঞা শাখার ম্যানেজার জামাল উদ্দীন, ওয়ালটন নোয়াখালী রিজিওনাল সেলস ম্যানেজার তানজিলুর রহমান লেলিন, নোয়াখালী রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মিজানুর রহমান, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক জুলফিকার আলম, ওয়ালটন প্লাজা দাগনভূঞা শাখার ম্যানেজার পাপন আর্চার্য`সহ স্থানীয় ব্যাবসীয়রা।
প্রসঙ্গ, দাগনভূঞা উপজেলার বাসীন্দা তাজুল ইসলাম গত ৩০ এপ্রিল ২৩ ইং তারিখে ওয়ালটন প্লাজা দাগনভূঞা শাখা হতে দশ হাজার দুইশত টাকা (১০২০০/-) নগদ দিয়ে কিস্তিতে পঞ্চাশ হাজার ছয়শত নব্বই (৫০,৬৯০/-) মূল্যের একটি ফ্রিজ ক্রয় করেন। যার মডেল (WFC-3F5-GDEL-XX-GRODD-380)। তিনি ফ্রিজ ক্রয় করার পর চার কিস্তিতে বিয়াল্লিশ হাজার পাঁচশত টাকা (৪২,৫০০/-) টাকা পরিশোধ করে দূর্ঘটনাবসত মারা যান। যার কারনে ওয়ালটন প্লাজা দাগনভূঞা শাখার পক্ষ থেকে মৃত গ্রাহকের ফ্রিজের মোট কিস্তি মূল্য( ৭৩,৫৭৭)টাকা থেকে অবশিষ্ট (৩১,০৭৭) টাকা মওকুফ করে মোট এক লক্ষ টাকা প্রদান করেন।