- নিজস্ব প্রতিবেদকঃ- ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। এ নিয়ে তিনি টানা চারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।
গতকাল বুধবার অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে শাহীন আহমেদ পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৮৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন বিপ্লব কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ২৯৩ ভোট।
অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ৪৯ হাজার ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন লিটন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫১২ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ৬৯ হাজার ৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কলস প্রতীকের প্রার্থী রেশমা জামান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেরা বেগম ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৯৮৪ ভোট।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, কেরানীগঞ্জ উপজেলায় ২২৫টি কেন্দ্রে ভোটার রয়েছেন ৬ লাখ ১১ হাজার ৬১০ জন।
উপজেলা চেয়ারম্যান পদে শাহীন আহমেদ, ভাইস চেয়ারম্যান পদে সালাহউদ্দিন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেশমা জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।