জুলফিকার আলম :
ক্যান্সারে আক্রান্ত সাবেক প্রবাসী শাহজাহানের চিকিৎস্যার জন্য নগদ অর্থ প্রদান করেন দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশন।
বুধবার সকালে দাগনভূঞা পৌর অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহজাহানকে নগদ ৭৫,০০০/- টাকা তুলে দেন দাগনভূঞা পৌরসভার মেয়ার ওমর ফারুক খান। এসম আরো উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ফারুক, ফাউন্ডেশনের স্থানীয় সমনন্বয়ক ও পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক, ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ মাসুম‘সহ আরো অনেকে।
ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কাতার প্রবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম জানান, এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে থাকি। আমরা দাগনভূঞা সকল প্রবাসীকে একত্রিত করে সংগঠনে যুক্ত করেছি। যা শুধু মানুষের উপকার করার জন্যই। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকতে পারি।