দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞায় নিঃস্বার্থ সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী আমজাদ হোসেনের সহযোগিতার শ্রমজীবী ও পথচারীদের মাঝে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে দাগনভূঞা জিরো পয়েন্টে পানি ও শরবত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি মো. ইয়াছিন সুমন।
এসময় নিঃস্বার্থ সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উপ-দপ্তর সম্পাদক জাবের, ক্রীড়া সম্পাদক রিফাত আহমেদ, সদস্য কামরুল হাসান ও তানজীল প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তীব্র তাপ প্রবাহের মধ্যে সাধারণ মানুষদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ্র প্রয়াস। এ সংকট মুহূর্তে আমাদের দেখে যাতে সবাই এগিয়ে আসে।