ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক মেহেদী হাসানের উপর বখাটে দুস্কৃতি কারীদের হামলা দেশে নমরুদের জমানা শেষ, যারা গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার দিন শেষ দিন দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক দখল। ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা ভাষা সৈনিক যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম বদিউল আলম চৌধুরী সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে দেশকে এগিয়ে নিতে হবে — আবু সুফিয়ান বিএনপি নেতাকর্মীরা দিনরাত হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে-বক্কর আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বদলির আদেশ নিরাপদ সড়ক আন্দোলন জোরদারে চট্টগ্রামে পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ (পিআইজি) গঠিত সাতকানিয়ার কেরানী হাটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান আনোয়ারায় ক্যান্সার আক্রান্ত হাসানকে বাঁচাতে এগিয়ে আসুন

গরিব ও অসহায় মানুষদের লাখপতি করাই যার নেশা !

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
  • ২০৫৯ বার পড়া হয়েছে

আবু নাঈম সজল : বর্তমান বাজারে নিম্নবিত্ত মানুষের যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানেই লাখ টাকার স্বপ্ন দেখাতো অনেকটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মত। কিন্তু সেই আকাশের চাঁদটাই যেন হাতে দিয়ে দেয়, নোয়াখালী জেলার সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব লায়ন সৈয়দ হারুন এমজেএফ। একের পর এক অসহায় এবং হতদরিদ্র মানুষদের লাখপতি বানিয়ে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন তিনি।

কখনো অসহায় দিনমজুর, কখনো সন্তানবিহীন বাবা/মা, আবার কখনো স্বামীহীন বিধবা নারীকে করেছেন লাখপতি। তারই ধারাবাহিকতায় এবারো বাদ যায়নি এই প্রকল্প।

গতকাল সন্ধায় নোয়াখালী জেলাধীন সেনবাগ উপজেলার ৫-নং অর্জুনতলা ইউনিয়নে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণ মানিকপুর সৈয়দ হারুন হারুনের নিজ বাড়ি *সৈয়দ মঞ্জিলে* লটারির মাধ্যমে দুজন অসহায় মানুষকে লাখোপতি করেছেন তিনি।

সৈয়দ হারুনের ব্যতিক্রমধর্মী চিন্তা চেতনায় অনুকরণযোগ্য বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে, এবার *ইচ্ছে পূরণ প্রকল্পের* অধীনে কয়েকটি পরিবারের মানুষদেরকে তাঁদের স্বপ্নের বাজার করার সুযোগ করে দিয়েছেন। নিম্নবিত্ত মানুষরা যেখানে একটুখানি সবজি কিনতেও অনেকটা আর্থিক সংকটে ভুগেন, সেখানে সৈয়দ হারুন ফাউন্ডেশন লটারির মাধ্যমে নির্বাচিত করে এই প্রথমবার হতদরিদ্র এবং অসহায় ৪ পরিবারকে তাঁদের নিজের মনের মতো, নিজের ইচ্ছামত বাজার করার সুযোগ করে দিয়েছেন। এতে উক্ত অসহায় পরিবারের কর্তা ব্যক্তি যে সমস্ত পণ্য স্বপ্নেও ক্রয়ের কথা কোনদিন ভাবেননি, এক সপ্তাহের জন্য তেমনি পণ্যসমূহ (যেমন, বাজারের সবচেয়ে বড় মাছ, সবচেয়ে বড় মুরগি, ইত্যাদি) ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ওয়ার্ডের স্বেচ্ছাসেবী কর্মীদের সহযোগিতায় ইচ্ছামত কিনে নিতে পারবেন।

নতুন দুজন লাখপতি হলেন, ইদিলপুর গ্রামের অসহায় বিধবা মনি বেগম ও ছিলোনিয়া গ্রামের অসহায় বিধবা তাসলিমা বেগম।

ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব, লায়ন সৈয়দ হারুন এমজেএফ জানান, “মানুষের জন্য কিছু করতে পারা আসলে ভাগ্যের ব্যাপার, আর সেই মানুষগুলো যদি হয় অসহায় তাহলেতো কোন কথাই নেই! আমি সব সময় মানুষের পাশে থাকতে পছন্দ করি। আমার ব্যবসার একটা অংশ আমি আলাদা করেই রাখি মানুষের সাহায্যের জন্য। সংগঠন এর বাহিরেও আমি অসহায় মানুষের পাশে ছিলাম সবসময়। শুধু আমার ফাউন্ডেশনের মাধ্যমেই নয়, সেনবাগের অনেক সামাজিক সংগঠনের মাধ্যমেও আমি অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক মেহেদী হাসানের উপর বখাটে দুস্কৃতি কারীদের হামলা

গরিব ও অসহায় মানুষদের লাখপতি করাই যার নেশা !

আপডেট সময় : ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

আবু নাঈম সজল : বর্তমান বাজারে নিম্নবিত্ত মানুষের যেখানে নুন আনতে পান্তা ফুরায়, সেখানেই লাখ টাকার স্বপ্ন দেখাতো অনেকটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মত। কিন্তু সেই আকাশের চাঁদটাই যেন হাতে দিয়ে দেয়, নোয়াখালী জেলার সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব লায়ন সৈয়দ হারুন এমজেএফ। একের পর এক অসহায় এবং হতদরিদ্র মানুষদের লাখপতি বানিয়ে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন তিনি।

কখনো অসহায় দিনমজুর, কখনো সন্তানবিহীন বাবা/মা, আবার কখনো স্বামীহীন বিধবা নারীকে করেছেন লাখপতি। তারই ধারাবাহিকতায় এবারো বাদ যায়নি এই প্রকল্প।

গতকাল সন্ধায় নোয়াখালী জেলাধীন সেনবাগ উপজেলার ৫-নং অর্জুনতলা ইউনিয়নে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণ মানিকপুর সৈয়দ হারুন হারুনের নিজ বাড়ি *সৈয়দ মঞ্জিলে* লটারির মাধ্যমে দুজন অসহায় মানুষকে লাখোপতি করেছেন তিনি।

সৈয়দ হারুনের ব্যতিক্রমধর্মী চিন্তা চেতনায় অনুকরণযোগ্য বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে, এবার *ইচ্ছে পূরণ প্রকল্পের* অধীনে কয়েকটি পরিবারের মানুষদেরকে তাঁদের স্বপ্নের বাজার করার সুযোগ করে দিয়েছেন। নিম্নবিত্ত মানুষরা যেখানে একটুখানি সবজি কিনতেও অনেকটা আর্থিক সংকটে ভুগেন, সেখানে সৈয়দ হারুন ফাউন্ডেশন লটারির মাধ্যমে নির্বাচিত করে এই প্রথমবার হতদরিদ্র এবং অসহায় ৪ পরিবারকে তাঁদের নিজের মনের মতো, নিজের ইচ্ছামত বাজার করার সুযোগ করে দিয়েছেন। এতে উক্ত অসহায় পরিবারের কর্তা ব্যক্তি যে সমস্ত পণ্য স্বপ্নেও ক্রয়ের কথা কোনদিন ভাবেননি, এক সপ্তাহের জন্য তেমনি পণ্যসমূহ (যেমন, বাজারের সবচেয়ে বড় মাছ, সবচেয়ে বড় মুরগি, ইত্যাদি) ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ওয়ার্ডের স্বেচ্ছাসেবী কর্মীদের সহযোগিতায় ইচ্ছামত কিনে নিতে পারবেন।

নতুন দুজন লাখপতি হলেন, ইদিলপুর গ্রামের অসহায় বিধবা মনি বেগম ও ছিলোনিয়া গ্রামের অসহায় বিধবা তাসলিমা বেগম।

ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব, লায়ন সৈয়দ হারুন এমজেএফ জানান, “মানুষের জন্য কিছু করতে পারা আসলে ভাগ্যের ব্যাপার, আর সেই মানুষগুলো যদি হয় অসহায় তাহলেতো কোন কথাই নেই! আমি সব সময় মানুষের পাশে থাকতে পছন্দ করি। আমার ব্যবসার একটা অংশ আমি আলাদা করেই রাখি মানুষের সাহায্যের জন্য। সংগঠন এর বাহিরেও আমি অসহায় মানুষের পাশে ছিলাম সবসময়। শুধু আমার ফাউন্ডেশনের মাধ্যমেই নয়, সেনবাগের অনেক সামাজিক সংগঠনের মাধ্যমেও আমি অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি।”