বিশেষ প্রতিনিধিঃগতকাল বৃহস্পতিবার (৮ জুন) রাতে চট্রগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া গোল্ডেন বিচ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুজনের মারিমারিতে মোঃ আলমগীর (৫০) নামে এক পান-সিগরেট বিক্রিতার মৃত্যু হয়েছে বলে পতেঙ্গা মডেল থানা সূত্রে জানা গেছে।
নিহত ব্যক্তি চরপাড়াস্থ ডাঃ ফিরোজের বাড়ির পাশে আব্দুস সালামের ভাড়া বাসায় থাকতো, তাঁর পৈত্রিক বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সফরভাটা গ্রামের স্থায়ীবাসি্ন্দা । নিহত আলমগীর পেশায় ছিলেন একজন পান সিগারেট বিক্রেতা।
বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসাইন।
তিনি জানান এক ভাতের দোকানির সঙ্গে আলমগীরের ঝগড়া হয়। একপর্যায়ে দু’জন মারামারি হয়। এতে আলমগীর জ্ঞান হারিয়ে পড়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সংবাদ শিরোনাম ::
গোল্ডেন বিচ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মারামারি!পান-সিগারেট বিক্রিতার মৃত্যু
- মাসুদ রানা
- আপডেট সময় : ০৬:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- ২২৭৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ