মো.সাহেদ আহমেদগোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি:-
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ফসলী ভূমিতে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রভাবশালীরা অবাধে বালু উত্তোলন করছে। ফসলি জমি এবং ঘরবাড়ি হুমকিতে পড়েছে। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাঝে মাঝে প্রশাসন থেকে অভিযান চালিয়ে মেশিনপত্র জব্দ করা হলেও কিছুদিন পর আবার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এ অবস্থা বিরাজ করলে আগামী দু’তিন বছরের মধ্যে নদের পাশের ফসলি জমি, নস্ট হয়ে যাবে। এমন অভিযোগে গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কাফী বিন কবির,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে সোমবার দুপুর ১টার দিকে অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের সেলু মার্কেট এলাকায় ফসলি জমী নস্ট করে ড্রেজিং করে অবৈধভাবে বালু উত্তোলন করছে কিছু প্রভাবশালী মহল অভিযানে খবর টের পেয়ে পালিয়েযান। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহার করা মেশিন পাইপ এবংএঅন্যান্য সরঞ্জামাদী ধংশ করা হয়। এবং জমির মালিক কে কারন দর্শানো দেখানোর জন্য নোটিশ করা হবে বলে জানান ভূমি কর্মকর্তা সবিতা সরকার।
এ প্রসঙ্গে বালু উত্তোলনকারী মিলন ঢালী জানান, ফসলি জমির পার্শবর্তী ব্যক্তি মালিকানাধীন জায়গা থেকেই বালু উত্তোলন করে সেখান থেকে মাটি কেটে তাকেই বালু দেয়া হছে।
এ ব্যাপারে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, ‘অভিযোগ পেলেই আমরা অভিযান চালিয়ে মেশিনপত্র জব্দসহ নিয়মিত মামলাও করি। অভিযোগ পেলে আবারও বালু উত্তোলনের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
মো.সাহেদ আহমেদ/
গোসাইরহাট(শরীয়তপুর) প্রতিনিধি
মোবাইল./০১৭১১-০০৮৬৭৩/
২০/১১/২০২৩.