গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি:- শরীয়তপুর গোসাইরহাটের কোদালপুরের ঠান্ডার বাজার ও আলাওলপুরের টেকপার নদীতে অভিযান চালিয়ে দেড়লক্ষ্য হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
রোববার(২৯-অক্টোবর)বিকেল সাড়ে ৪টায় টানা ৪ঘণ্টায় জেলা মৎস্য কর্মকর্তা মো.আমিনুল হক ও গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির এর নেতৃত্বে মৎস্য বিভাগ ও পুলিশ ও আনসার দল এ অভিযান চালায়।
মৎস্য বিভাগ জানায়, ঠান্ডার বাজার ও টেকপার নদীতে জাল ফেলে মা ইলিশ ধরছিল জেলেরা। অভিযানের টের পেয়ে নদীতে জাল ফেলে পালিয়ে যায় তারা।
এ সময় নদী থেকে দেড়লক্ষ্য মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পট্রি লঞ্চঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক উপস্থিত ছিলেন।