
নিজস্ব প্রতিবেদকঃ সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলন করতে যায়।
এসময় পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের হামলায় আহত হন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম ও শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
রমনা বিভাগের উপ-কমিশনারের (ডিসি) মাসুদ আলম বলেন, আমরা তাদের বলেছি সচিবালয় একটি গুরুত্বপূন্ন জায়গা এখানে সভা-সমাবেশ একদম নিষিদ্ধ ।আপনারা এখান থেকে সরে যান সচিবালয়ের সামনে থাকা যাবে না। আমরা তাদের সরিয়ে দিতে চাইলে তারা আমাদের ওপর আতর্কিত হামলা করেন।