
সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুর থানার চাঞ্চল্যকর শাহাদাৎ হত্যা মামলার প্রধান আসামি মোঃ জহিরুল ইসলাম রিপোল(২৪)’কে গতকাল ৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ রাতে কেরানীগঞ্জের আরশিনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ শাহাদাৎ রায়েরবাজার একটি চশমার কারখানায় চাকুরি করে। ঘটনার দিন অফিস শেষ করে বাসায় আসার পথে মোহাম্মদপুর থানাধীন কাটাশুর গিরিঙ্গি হাউজিং রাস্তার ঢালে এজাহারনামীয় আসামি মোঃ জহিরুল ইসলাম@ রিপোল@ বিপুল ও এজাহারনামীয় ০৭ জনসহ অজ্ঞাতনামা ৫/৬ জন মিলে চাপাতি ও সামুরা দিয়ে ভিকটিম শাহাদাতকে এলোপাথারি ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রাখে।
ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরী বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা ( মামলা নং- ৩৭/১১০৫ তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৪ ইং ধারা ১৮৬০ সালের পেনাল কোড ৩০২/৩৪) দায়ের করেন। উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিদের গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল ৪ ফেব্রুয়ারি-২০২৫ ইং তারিখ রাতে আসামিকে ঢাকার কেরানীগঞ্জের আরশিনগর এলাকা হতে গ্রেপ্তার করে। আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।