ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপন কর্মসূচী দৈনিক একাওর সংবাদ পত্রিকার সহ সম্পাদক ও প্রকাশক হলেন প্রতিবাদী সাংবাদিক খান মেহেদী! নিয়োগবিধি সংশোধনসহ ১০ দফা দাবীতে রেল শ্রমিক দলের সমাবেশ সীতাকুণ্ডের সেই সাব-রেজিস্ট্রার আজও বহাল তবিয়তে, বন্ধ হয়নি ঘুষ লেনদেন লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য, বরগুনা বাসীর কাছে দোয়া চাইলেন মাওলানা শামীম সংবাদ প্রকাশের পরেও বহাল রাজশাহী সড়ক বিভাগের দূর্নীতিবাজ প্রকৌশলী হাকিম বাকেরগঞ্জে যুবককে হত্যার উদ্দেশ্যে হামলা! মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ গাজীপুর রাজবাড়ী ইসলামী আন্দোলনের গণসমাবেশ যমুনা ব্যাংকে লুটের পরিকল্পনায় সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কলেজ প্রশাসন কর্তৃক চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে, ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করায় ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

ছায়াবৃক্ষ নিয়ে একসঙ্গে পর্দায় আসছেন নিরব-অপু

  • আপডেট সময় : ০৩:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • ২০৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :- প্রায় দেড় দশক পর একসঙ্গে জুটি হয়ে পর্দায় আসতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমার নাম ‘ছায়াবৃক্ষ’। অনুপম কথাচিত্রের ব্যানারে অনুপ কুমার বড়ুয়ার প্রযোজনায় এবং বন্ধন বিশ্বাসের পরিচালনায় এই সিনেমাটি আগামী ১৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

এর আগে ২০০৯ সালে ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমার মাধ্যমে নিরব প্রথম বড় পর্দায় অভিনয় করেছিলেন। এতে প্রধান চরিত্রে শাকিব খান থাকলেও সহশিল্পী হিসেবে অপু বিশ্বাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। এরপর কেটে গেছে প্রায় দেড় দশক! দীর্ঘ সময় পর পর্দায় আসতে যাচ্ছেন তারা।

সিলেট অঞ্চলের চা শ্রমিকদের জীবন যাপনের নানা দিক কেন্দ্র করে নির্মিত হয়েছে এ সিনেমা। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘ছায়াবৃক্ষ’ মুক্তি উপলক্ষে সম্প্রতি এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় নিরব বলেন, শুরু থেকে আমাদের ভালো সিনেমা করার পরিকল্পনা ছিল। অভিনয় ও সিনেমার গানগুলো নিয়ে আমরা প্রত্যেকে মনোযোগে ছিলাম। ‘ছায়াবৃক্ষ’র পাশাপাশি দর্শক আমাদের জুটিকে পছন্দ করুন, তাহলে আগামীতে অপু বিশ্বাস এবং আমি জুটি হয়ে একসঙ্গে কাজ করতে পারব।

অপু বিশ্বাস বলেন, যখন আমার মাকে হারাই, তখন মানসিকভাবে খুবই ভেঙে পড়ি। কোনোভাবেই কাজে মনোযোগ দিতে পারছিলাম না। এই সিনেমাটি আমাকে কাজে ফেরাতে সাহায্য করেছে। নিরবের সঙ্গে ১৫ বছর পর কাজ করলাম। সে অনেক পেশাদার আর্টিস্ট। খুব যত্ন নিয়ে কাজটি করেছে। সহশিল্পী হিসেবে সে আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। তার এ বিষয়ে আমি মুগ্ধ হয়েছি। আগামীতে চাইব তার সঙ্গে আরও বেশি সিনেমা হোক।

সিনেমাটির প্রযোজক অনুপ কুমার বলেন, ‘ছায়াবৃক্ষ’র জন্য ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিলাম। সঠিকভাবে সিনেমাটি করার জন্য আরো ২০ লাখ টাকা নিজ থেকে খরচ করেছি। সবমিলিয়ে এর বাজেট ৭০ লাখ টাকা। কোনো দায়িত্বশীল গণমাধ্যম কোন খাতে কত খরচ করেছি যদি জানার প্রয়োজন মনে করে, আমি হিসেব দিতে প্রস্তুত।

পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ছায়াবৃক্ষ’র মাধ্যমে দীর্ঘদিনের শ্রম দর্শকদের সামনে আসতে যাচ্ছে। সিনেমাটিতে ১০ জনের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কাজ করেছেন। আমার বিশ্বাস সিনেমার মাধ্যমে দর্শক নতুন এক গল্পের সঙ্গে পরিচিত হবেন।

২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে সিনেমাটির চিত্রায়ণ শুরু হয়ে শেষ হয় শ্রীমঙ্গলে। নিরব-অপু ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, ইকবাল আহমেদ, ডন, সুমিত, এলিনা শাম্মী প্রমুখ। সিনেমাটির কাহিনি ও সংলাপ করেছেন তানভীর আহমেদ সিডনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপন কর্মসূচী

ছায়াবৃক্ষ নিয়ে একসঙ্গে পর্দায় আসছেন নিরব-অপু

আপডেট সময় : ০৩:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪

নিজস্ব প্রতিবেদক :- প্রায় দেড় দশক পর একসঙ্গে জুটি হয়ে পর্দায় আসতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিনেমার নাম ‘ছায়াবৃক্ষ’। অনুপম কথাচিত্রের ব্যানারে অনুপ কুমার বড়ুয়ার প্রযোজনায় এবং বন্ধন বিশ্বাসের পরিচালনায় এই সিনেমাটি আগামী ১৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

এর আগে ২০০৯ সালে ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমার মাধ্যমে নিরব প্রথম বড় পর্দায় অভিনয় করেছিলেন। এতে প্রধান চরিত্রে শাকিব খান থাকলেও সহশিল্পী হিসেবে অপু বিশ্বাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। এরপর কেটে গেছে প্রায় দেড় দশক! দীর্ঘ সময় পর পর্দায় আসতে যাচ্ছেন তারা।

সিলেট অঞ্চলের চা শ্রমিকদের জীবন যাপনের নানা দিক কেন্দ্র করে নির্মিত হয়েছে এ সিনেমা। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘ছায়াবৃক্ষ’ মুক্তি উপলক্ষে সম্প্রতি এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় নিরব বলেন, শুরু থেকে আমাদের ভালো সিনেমা করার পরিকল্পনা ছিল। অভিনয় ও সিনেমার গানগুলো নিয়ে আমরা প্রত্যেকে মনোযোগে ছিলাম। ‘ছায়াবৃক্ষ’র পাশাপাশি দর্শক আমাদের জুটিকে পছন্দ করুন, তাহলে আগামীতে অপু বিশ্বাস এবং আমি জুটি হয়ে একসঙ্গে কাজ করতে পারব।

অপু বিশ্বাস বলেন, যখন আমার মাকে হারাই, তখন মানসিকভাবে খুবই ভেঙে পড়ি। কোনোভাবেই কাজে মনোযোগ দিতে পারছিলাম না। এই সিনেমাটি আমাকে কাজে ফেরাতে সাহায্য করেছে। নিরবের সঙ্গে ১৫ বছর পর কাজ করলাম। সে অনেক পেশাদার আর্টিস্ট। খুব যত্ন নিয়ে কাজটি করেছে। সহশিল্পী হিসেবে সে আমাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। তার এ বিষয়ে আমি মুগ্ধ হয়েছি। আগামীতে চাইব তার সঙ্গে আরও বেশি সিনেমা হোক।

সিনেমাটির প্রযোজক অনুপ কুমার বলেন, ‘ছায়াবৃক্ষ’র জন্য ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিলাম। সঠিকভাবে সিনেমাটি করার জন্য আরো ২০ লাখ টাকা নিজ থেকে খরচ করেছি। সবমিলিয়ে এর বাজেট ৭০ লাখ টাকা। কোনো দায়িত্বশীল গণমাধ্যম কোন খাতে কত খরচ করেছি যদি জানার প্রয়োজন মনে করে, আমি হিসেব দিতে প্রস্তুত।

পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ছায়াবৃক্ষ’র মাধ্যমে দীর্ঘদিনের শ্রম দর্শকদের সামনে আসতে যাচ্ছে। সিনেমাটিতে ১০ জনের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী কাজ করেছেন। আমার বিশ্বাস সিনেমার মাধ্যমে দর্শক নতুন এক গল্পের সঙ্গে পরিচিত হবেন।

২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে সিনেমাটির চিত্রায়ণ শুরু হয়ে শেষ হয় শ্রীমঙ্গলে। নিরব-অপু ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, ইকবাল আহমেদ, ডন, সুমিত, এলিনা শাম্মী প্রমুখ। সিনেমাটির কাহিনি ও সংলাপ করেছেন তানভীর আহমেদ সিডনি।