
নজরুল ইসলাম আলীম:- বাংলাদেশ জাতীয় সংসদের ১২৪,বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ)আলহাজ্ব আবদুল হাফিজ মল্লিক,পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ছারছীনা দরবার শরীফের পীর হজরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।তিনি মঙ্গলবার দিবাগত রাত ২টা টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আলহাজ্ব আবদুল হজরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহর মৃত্যুতে তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।প্রসঙ্গত, প্রয়াত পীর শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ছারছীনা দরবার শরীফ ও উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান ছারছীনা দারুসুন্নাত আলিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ নেছারউদ্দিন এর দৌহিত্র।ঊল্লেখ্য, স্ত্রী ও দুই ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।