
মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া: আসন্ন পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। আর কয়েকদিন পরেই ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন জামা- কাপড় কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন মানুষ। পরিবার- পরিজন ও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে নতুন কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন মার্কেটে। পছন্দের পণ্যটি কিনতে ক্রেতারা ছুটছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে, উন্নতমানের কাপড়ের দোকান গুলোতে গ্লাসে সাজিয়ে রেখেছে দামী শাড়ি ও থ্রি পিচ।
আবার দেখা গেছে গরীব নিন্মআয়ের মানুষ গুলো ভিড় জমিয়েছে ফুটপাতের ভাসমান দোকান গুলোতে।
সরেজমিনে দেখা যায়, সাতকানিয়া পৌরসভা এলাকার স্বপ্নপুরী,চন্দ্রবিন্দু,রাজস্থান,নীল আচঁল, বিবিআনা,থ্রি পিচ মেলা, সু গার্ডেন এবং মকবুল সিরাজী শপিং সেন্টারে রুপকথা,নবরুপা।
কেরানীহাট এলাকায় নিউ মার্কেটের শাড়ি,থ্রিপিসের জন্য আস্থা শপিং, সাফা-মারওয়া, বেনারসি,উপহার শাড়ি মেলা এবং বাচ্চাদের কাপড়ের ম্যাক্স, সেরা ফ্যাশন,শাহ আমানত, স্টাইল ফ্যাশন,শৈশব।
সিটি সেন্টারে, ভাই ভাই স্টোর, মক্কা স্টোর, আলিফা ফ্যাশন,পাঞ্জাবির দোকানের মধ্যে আম্মাজান, ওয়েস্টউড, শৈল্পিক সহ কয়েকটি দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করার মতো।
ঈদের কেনাকাটা করতে আসা তানিয়া চৌধুরীর কাছে কাপড়ের দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রতি বছর একটু আগে থেকেই কেনাকাটা সেরে ফেলা হয় তবে এবারে একটু দেরিতে আসলাম কাপড়ের দাম গত বছরের তুলনায় একটু বেশি, আবার কেউ কেউ কাপড়ের দাম দেয় আকাশচুম্বি, দর কষতে কষতে অর্ধেকে নেমে আসে, এছাড়া পাঞ্জাবির শোরুম গুলোতে দাম বসেছে দ্বিগুণ তাই পাঞ্জাবি নেওয়া হয়নি, তার চেয়ে অনলাইনে অনেক কম দামে পাঞ্জাবি পাওয়া যাবে।
সাতকানিয়া পৌরসভা এলাকায় কেনাকাটা করতে আসা মাহিন বলেন, কয়েকটি দোকান ঘুরে কাপড় কিনতে পেরেছি, পছন্দ হলে সাইজ মিলছেনা এমন অবস্থা, বাজেট অনুযায়ী কাপড় কিনতে হিমশিম খেতে হচ্ছে এছাড়া ভালো মানের কাপড়,জুতা নিলে দাম একটু বেশি দিতে হচ্ছে।
বিক্রেতা মোহাম্মদ হুমায়ুন জানান,প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এবং ইফতারে পর থেকে রাত ১২ টা পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকে, এসময় নারী পুরুষ বাচ্চা সহ নানান বয়সের মানুষের পদচারণায় মুখর বিভিন্ন বিপনি বিতান গুলো। কাপড়ের দামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গতবছরের তুলনায় কাপড়ের দাম সামান্য বেড়েছে তারপরেও কম লাভে আমরা শাড়ি থ্রি পিস বিক্রি করছি।