মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার:- মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ নভেম্বর ) সন্ধ্যার পরে
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় জুড়ী থানার এএসআই কামাল হোসেন, এএসআই বিপ্রেশ রঞ্জন দাশ, এএসআই শফিকুল ইসলাম,এএসআই আব্দুল হক, এএসআই গৌতম চক্রবর্তীসহ একদল পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন নেছার আলীর ছেলে মজাহিদ ও মৃত রমজান আলীর ছেলে খলিল মিয়া উভয় সাং- জামকান্দি থানা – জুড়ী মৌলভীবাজার
দুই আসামির এক বছর করে সাজা ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড।
এ ব্যাপারে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এই দুই আসামি দীর্ঘদিন পলাতক ছিল এবং দুই আসামির এক বছর করে সাজা ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড রবিবার সকালে তাদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।