বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ-দিনাজপুরের চিরিরবন্দরে জেলা পর্যায়ের সার্বিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা আগস্ট/২০২৩ মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এবং সার্বিক কর্ম মূল্যায়ন শ্রেষ্ঠ উপ-পরিদর্শক নির্বাচিত হয়েছেন চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক নুর আলম সিদ্দিক।
আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ (পিপিএম) তাকে এই সম্মাননা ক্রেস প্রদান করেন। চিরিরবন্দর থানায় দায়িত্ব পালনকালে শ্রেষ্ঠত্ব অর্জন করেন উপ-পরিদর্শক নুর আলম সিদ্দিক।
থানা সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক নুর আলম সিদ্দিক কয়েকদিন আগে আদালতের একটি মামলা কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে বিশেষ অভিযান এর মাধ্যমে ঢাকা থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।
উপ-পরিদর্শক নুর আলম সিদ্দিক বলেন, সরকারি কাজে কোন অবহেলা বা গাফিলতি করার মন মানসিকতা নিয়ে কাজ করিনা। ঊর্ধবতন কর্তৃপক্ষের দিক-নির্দেশনা মতে জনগনের সাথে বন্ধু সুলভ আচরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতার করতে সক্ষম হই। তিনি তার ঊর্ধবতন কর্তৃপক্ষ বিশেষ করে জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন ও থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরও বলেন, এ গৌরব শুধু তার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তারা এ গৌরব অর্জন করছি। এ পুরষ্কার তিনি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করছি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম,
অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সিফাত-ই-রাব্বান, জেলার সকল সার্কেল এবং সকল থানার অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।