জুলফিকার আলম, দাগনভূঞা:-ফেনী জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পালিত হয় জাতীয় যুব দিবস। ১ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর হতে ফেনী জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক এর পুরস্কারে ভূষিত হন ফেনী জেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক ও মাদকমুক্ত যুব সংগঠন তরুন সংঘ এর সভাপতি টিএস মোঃ ইয়াকুব রকি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
ফেনী জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক ল সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি সার্বিক অভিষেক দাস, সদর নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, সহকারী পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর-আহম্মদ কবির মজুমদার, সাইফ উদ্দিন আহমেদ, তরুন সংঘের সদস্য নুরেজ্জামান টিপু, মোস্তাফিজুর রহমান সোহেল, জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
অত্র সংগঠনটি ১৯৮৬ সাল থেকে জাতি গঠন ও সমাজ বিনির্মানে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদক মুক্ত সমাজ, দারিদ্র বিমোচন, ক্রীড়া ও সাংস্কৃতি, আয়মূখী প্রকল্প, পরিস্কার পরিচ্ছন্নতা, গুনীজন সম্মাননা, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে যুব সমাজকে অনুপ্রাণীত করতে তারুণ্যের পদযাত্রা, যুব প্রশিক্ষণ, খাদ্য ও শীতবস্ত্র বিতরণ, রক্তদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।