ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপন কর্মসূচী দৈনিক একাওর সংবাদ পত্রিকার সহ সম্পাদক ও প্রকাশক হলেন প্রতিবাদী সাংবাদিক খান মেহেদী! নিয়োগবিধি সংশোধনসহ ১০ দফা দাবীতে রেল শ্রমিক দলের সমাবেশ সীতাকুণ্ডের সেই সাব-রেজিস্ট্রার আজও বহাল তবিয়তে, বন্ধ হয়নি ঘুষ লেনদেন লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য, বরগুনা বাসীর কাছে দোয়া চাইলেন মাওলানা শামীম সংবাদ প্রকাশের পরেও বহাল রাজশাহী সড়ক বিভাগের দূর্নীতিবাজ প্রকৌশলী হাকিম বাকেরগঞ্জে যুবককে হত্যার উদ্দেশ্যে হামলা! মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ গাজীপুর রাজবাড়ী ইসলামী আন্দোলনের গণসমাবেশ যমুনা ব্যাংকে লুটের পরিকল্পনায় সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ কলেজ প্রশাসন কর্তৃক চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে, ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করায় ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

ঝালকাঠিতে ভালোবাসা দিবসে শ্রমজীবী বাবাদের ইয়াসের উপহার প্রদান

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০৩:৫৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৩১৮ বার পড়া হয়েছে

আমির হোসেন,ঝালকাঠি প্রতিনিধিঃ১৪ই ফেব্রুয়ারী, বাংলা পহেলা ফাল্গুন’র বিশেষ এই দিনটি ঘিরে তরুণ-তরুণীরা বসন্তী রঙের পোশাকে নিজেদের সজ্জিত করে। ফুল বিনিময় এর মাধ্যমে ভালোবাসা আদান প্রদানের ধুম পড়ে যায়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি’র সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি- ইয়াসের সদস্য তরুণ-তরুণীরা সেই রীতি থেকে বের হয়ে শহরের আনাচে কানাচে প্যাডেল চালিত বৃদ্ধ রিক্সাচালক বাবাদের সাথে নতুন গামছা উপহার দিয়ে ভালোবাসা বিনিময় করেছে।

বাবাদের সাথে ভালোবাসা বিনিময়ের এই আয়োজনে উপস্থিত ছিলেন ইয়াসের উপদেষ্টা হাসান মাহমুদ, ছবির হোসেন। সংগঠনের সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ইয়াস ব্লাড ব্যাংকের সভাপতি সুমাইয়া সেতু, সদস্য কনা ইসলাম, হাবিবা হিরা, ইসরাত জাহান বহ্নি, তাইফা ইসলাম, চাঁদনি আক্তার সহ অনেকে।

উপহার পেয়ে একজন বৃদ্ধ লোক বলেন,”মাগো আজকাল কার মাইয়া-পোলার চাইতে তোমরা অনেক আলেদা। এহন তো হগলডি নিজেগো লউয়া পইরা থাহে। এই যুগে আইসা তোমরা আমাগো কথা চিন্তা হরো। তোমাগো লইগ্গা অনেক দোয়া হরি। অনেক বড়ো হও মাগো। মুই অনেক খুশি অইছি”। এভাবেই বাবারা তাদের খুশির কথা জানান ইয়াসের সদস্যদের।

ইয়াসের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম জানান “ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্নভাবে সমাজের অস্বচ্ছল, সুবিধাবঞ্চিতদের সাথে খুশি ভাগ করে নেওয়ার। রমজানে ইফতার বিতরণ ঈদে শিশুদের নতুন জামা উপহার, শিশুদের হাতে নানা ডিজাইনের মেহেদী অংকন, শিশুদের সাথে আনন্দ উদযাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। সমাজের মানুষের কাছে অনুরোধ থাকবে যাদের ব্যস্ততা কম থাকে তারা যাতে এই বাবাদের পায়ের চালিত এই প্যাডেল রিক্সায় চড়েন। এতে করে তাদের প্রতিদিনের ইনকাম বৃদ্ধি পাবে। সংসারে চালাতে সহজ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃক্ষরোপন কর্মসূচী

ঝালকাঠিতে ভালোবাসা দিবসে শ্রমজীবী বাবাদের ইয়াসের উপহার প্রদান

আপডেট সময় : ০৩:৫৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

আমির হোসেন,ঝালকাঠি প্রতিনিধিঃ১৪ই ফেব্রুয়ারী, বাংলা পহেলা ফাল্গুন’র বিশেষ এই দিনটি ঘিরে তরুণ-তরুণীরা বসন্তী রঙের পোশাকে নিজেদের সজ্জিত করে। ফুল বিনিময় এর মাধ্যমে ভালোবাসা আদান প্রদানের ধুম পড়ে যায়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি’র সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি- ইয়াসের সদস্য তরুণ-তরুণীরা সেই রীতি থেকে বের হয়ে শহরের আনাচে কানাচে প্যাডেল চালিত বৃদ্ধ রিক্সাচালক বাবাদের সাথে নতুন গামছা উপহার দিয়ে ভালোবাসা বিনিময় করেছে।

বাবাদের সাথে ভালোবাসা বিনিময়ের এই আয়োজনে উপস্থিত ছিলেন ইয়াসের উপদেষ্টা হাসান মাহমুদ, ছবির হোসেন। সংগঠনের সভাপতি আবির হোসেন, সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ইয়াস ব্লাড ব্যাংকের সভাপতি সুমাইয়া সেতু, সদস্য কনা ইসলাম, হাবিবা হিরা, ইসরাত জাহান বহ্নি, তাইফা ইসলাম, চাঁদনি আক্তার সহ অনেকে।

উপহার পেয়ে একজন বৃদ্ধ লোক বলেন,”মাগো আজকাল কার মাইয়া-পোলার চাইতে তোমরা অনেক আলেদা। এহন তো হগলডি নিজেগো লউয়া পইরা থাহে। এই যুগে আইসা তোমরা আমাগো কথা চিন্তা হরো। তোমাগো লইগ্গা অনেক দোয়া হরি। অনেক বড়ো হও মাগো। মুই অনেক খুশি অইছি”। এভাবেই বাবারা তাদের খুশির কথা জানান ইয়াসের সদস্যদের।

ইয়াসের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম জানান “ আমরা প্রতিনিয়ত চেষ্টা করি ভিন্নভাবে সমাজের অস্বচ্ছল, সুবিধাবঞ্চিতদের সাথে খুশি ভাগ করে নেওয়ার। রমজানে ইফতার বিতরণ ঈদে শিশুদের নতুন জামা উপহার, শিশুদের হাতে নানা ডিজাইনের মেহেদী অংকন, শিশুদের সাথে আনন্দ উদযাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। সমাজের মানুষের কাছে অনুরোধ থাকবে যাদের ব্যস্ততা কম থাকে তারা যাতে এই বাবাদের পায়ের চালিত এই প্যাডেল রিক্সায় চড়েন। এতে করে তাদের প্রতিদিনের ইনকাম বৃদ্ধি পাবে। সংসারে চালাতে সহজ হবে।