ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ ওয়াসিমের জীবনের মধ্য দিয়ে দেশের মানুষের মুক্তির আন্দোলন সফল হয়েছে আ.লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে, হামলা মামলা হত্যা ও হয়রানীর শিকার কর্মীরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ ফুলপুর উপজেলা বাহাদুরপুর আঞ্জুমান উচ্চ বিদ্যালয়ে চলছে অনিয়ম দুর্নীতি ষড়যন্ত্র ভুগছে সহকারী শিক্ষকরা বরিশালে মাদক নিরাময় মাইন্ড কেয়ারে নারীকে যৌন হয়রানি! দেওয়ানবাগ দরবার শরীফ ও বিভিন্ন মাজারে হামলার তীব্র নিন্দা আজ তরুন সাহসী সাংবাদিক জিয়াউল হক আকন এর শুভ জন্মদিন মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রেহেনা রিয়া ঈশ্বরগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জুড়ীর লাটিটিলা সীমান্তে দুই রোহিঙ্গা ও তিন বাংলাদেশী  আটক

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় জঙ্গি হামলা

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০২:২১:১২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • ২২৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,ঠাকুরগাঁও:মাদ্রাসা পড়ুয়া নাসির উদ্দিন আলেমদের এবং কিছু জঙ্গি নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিয়ে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চা‌লি‌য়ে‌ছেন। শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় ওই যুবক কার্যালয়ের কে‌চি গেটের তালা ভে‌ঙে ভেত‌রে প্রবেশ ক‌রেন।

জানা যায়,না‌সির উ‌দ্দিন বেলচা দিয়ে ১০‌টি ক‌ক্ষের ৩১টি জানালার থাই গ্লাস ও দরজা ভাঙচুর ক‌রেন। এ ঘটনায় ঠাকুরগাও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ আহত হয়েছেন। তবে পুলিশ হামলাকারী যুবক নাসির উদ্দীনকে আটক করতে সক্ষম হয়েছে।

জেলা প্রশাসকের নিরাপত্তা প্রহরী হরকান্ত রায় হামলার বিষয়টি ডেইলি সংবাদকে কে নিশ্চিত করেছেন। তিনি ব‌লেন, সকা‌লে পাঞ্জা‌বি প‌রি‌হিত এক ব‌্যক্তি বেলচা হা‌তে জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের তালা ভেঙে প্রবেশ ক‌রে। প‌রে এ‌কে এ‌কে কক্ষগু‌লোর জানালার থাই গ্লাস ভাঙতে থা‌কে। মাত্র দশ মি‌নি‌টের ম‌ধ্যে জেলা প্রশা‌কের কক্ষ, সভাক্ষ, মু‌ক্তি‌যোদ্ধা কর্ণার, অভ‌্যর্থনা, অ‌তি‌রিক্ত জেলা প্রশাস‌কের কক্ষ, প্রশাস‌নিক কর্মকর্তার কক্ষসহ অন্তত ১০টি ক‌ক্ষের জানালা ভাঙচুর ক‌রে সে। একই স‌ঙ্গে নেজারত শাখার প্রিন্টার মে‌শিন ও চেয়ার ভাঙচুর ক‌রে। তা‌কে কোনোভা‌বে আটকা‌নো যা‌চ্ছিল না।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবর রহমান বলেন, এটা অত্যন্ত খারাপ কাজ হয়েছে। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ওই সময়ে কারা দায়িত্বে ছিল, তাদের কি ভূমিকা ছিল সেটা তদন্ত করছি।

পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বিষয়টি বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহীদ ওয়াসিমের জীবনের মধ্য দিয়ে দেশের মানুষের মুক্তির আন্দোলন সফল হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় জঙ্গি হামলা

আপডেট সময় : ০২:২১:১২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক,ঠাকুরগাঁও:মাদ্রাসা পড়ুয়া নাসির উদ্দিন আলেমদের এবং কিছু জঙ্গি নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিয়ে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে হামলা ও ভাঙচুর চা‌লি‌য়ে‌ছেন। শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় ওই যুবক কার্যালয়ের কে‌চি গেটের তালা ভে‌ঙে ভেত‌রে প্রবেশ ক‌রেন।

জানা যায়,না‌সির উ‌দ্দিন বেলচা দিয়ে ১০‌টি ক‌ক্ষের ৩১টি জানালার থাই গ্লাস ও দরজা ভাঙচুর ক‌রেন। এ ঘটনায় ঠাকুরগাও সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ আহত হয়েছেন। তবে পুলিশ হামলাকারী যুবক নাসির উদ্দীনকে আটক করতে সক্ষম হয়েছে।

জেলা প্রশাসকের নিরাপত্তা প্রহরী হরকান্ত রায় হামলার বিষয়টি ডেইলি সংবাদকে কে নিশ্চিত করেছেন। তিনি ব‌লেন, সকা‌লে পাঞ্জা‌বি প‌রি‌হিত এক ব‌্যক্তি বেলচা হা‌তে জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের তালা ভেঙে প্রবেশ ক‌রে। প‌রে এ‌কে এ‌কে কক্ষগু‌লোর জানালার থাই গ্লাস ভাঙতে থা‌কে। মাত্র দশ মি‌নি‌টের ম‌ধ্যে জেলা প্রশা‌কের কক্ষ, সভাক্ষ, মু‌ক্তি‌যোদ্ধা কর্ণার, অভ‌্যর্থনা, অ‌তি‌রিক্ত জেলা প্রশাস‌কের কক্ষ, প্রশাস‌নিক কর্মকর্তার কক্ষসহ অন্তত ১০টি ক‌ক্ষের জানালা ভাঙচুর ক‌রে সে। একই স‌ঙ্গে নেজারত শাখার প্রিন্টার মে‌শিন ও চেয়ার ভাঙচুর ক‌রে। তা‌কে কোনোভা‌বে আটকা‌নো যা‌চ্ছিল না।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবর রহমান বলেন, এটা অত্যন্ত খারাপ কাজ হয়েছে। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ওই সময়ে কারা দায়িত্বে ছিল, তাদের কি ভূমিকা ছিল সেটা তদন্ত করছি।

পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আমাদের এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বিষয়টি বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।