ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে অভিনব কায়দায় প্রতারনায় গ্রেফতার আজিজ মোল্লা “প্রভাত ফিরে এসো” দিয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী উর্মি বাকেরগঞ্জে প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টা,আহত-২ থানায় মামলা দায়ের দাগনভূঞায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ নাঙ্গলমোড়ায় যেন অশুভ শক্তি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে : সালাউদ্দীন আলী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির-এটিএম জাহেদ চৌধুরী সাংবাদিক মেহেদী হাসানের উপর বখাটে দুস্কৃতি কারীদের হামলা দেশে নমরুদের জমানা শেষ, যারা গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার দিন শেষ দিন দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক দখল। ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা ভাষা সৈনিক যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম বদিউল আলম চৌধুরী

তুমি ফিরে আসো মহিমা!

  • আপডেট সময় : ১০:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ৩০২৮ বার পড়া হয়েছে

     রেনু হালদার

তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।
আজও তোমার প্রতীক্ষাতে দিনগুলি
আমি অতিবাহিত করছি।
এমন তো হবার কথা ছিলনা।
তুমি আমাকে এইভাবে ভুলে যাবে,
আমি কখনোই ভাবতে পারিনাি।
তুমি আমাকে তোমার মন থেকে এইভাবে মুছে ফেলবে।
আমি এখনো বিশ্বাস করতে পারছি না।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।

এখনো পড়ে আছে আমার শূন্য হৃদয়।
আমার শূন্য হৃদয়ে তুমি ফিরে এসো মহিমা।
তোমার প্রতিশ্রুতি আমি তো ভুলিনি।
তুমি কি করে পারলে প্রতিশ্রুতি ভাঙতে।
আমার অশ্রু জল ঝরিয়ে তুমি হয়তো অনেক সুখে আছো।
দিনগুলি তোমার কাটছে এখন সুখে।
এই আমাকে ভুলে গিয়ে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।

রাত্রি নিশিতে তুমি সুখে ঘুমাও আমাকে ভুলে।
কি দোষ আমি করেছিলাম তুমি বলে যেতে পারতে।
তোমাকে ছাড়া আমি ভালো নেই।
কি করে আমি ভালো থাকবো বলো।
আমি যে তোমাকে বড্ড ভালবেসে ছিলাম।
এটাই কি আমার অপরাধ, বলো তুমি?
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা ।

প্রহরে প্রহরে বেদনাতে জর্জরিত আমি।
নিশিতে নেই দুচোখে ঘুম আমার।
মগ্ন আমি মগ্ন বড়ই মগ্ন তোমারি জন্য।
নিশিতে জেগে থাকি অশ্রু জলে।
তুমি বুঝলে না আমাকে ভুলে গেলে কি করে।
কি করে ভুলে গেলে আমার ভালবাসাকে তুমি।
এই আমার স্বর্গীয় ভালোবাসা কে তুচ্ছ করে
কি করে তুমি ভুলে থাকো আমাকে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো,মহিমা।

তুমি নেই কিছু নেই আমার, আমি শূন্য আমি রিক্ত।
আমি যুগ যুগ তোমার প্রতীক্ষাতে থাকবো।
থাকবো পথ চেয়ে চেয়ে তোমার আশাতে ।
তুমি নেই, আমার সব থেমে গেছে, থেমে গেছে আমার
গিটারের সুরের লহরি।
আমি ভুলে গেছি তানপুরা তে সুর তুলিতে।
আমি ভুলে গেছি পিয়নো বাজাতে।
আমি ভুলে গেছি বিনার সুরে সুরে সুর তুলিতে।
সব পড়ে আছে ধুলোতে পরিণত হয়ে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।

কি করে আমার আলিঙ্গন ভুলে গেলে।
কি, করে আমার চুম্বন ভুলে গেলে?
আমি ভুলে গেছি ভোরের সূর্য উদয় দেখিতে।
আমি ভুলে গেছি গোধূলি লগ্ন দেখিতে।
আমি ভুলে গেছি ঘরের জানালা খুলতে।
জানো ভোরের পাখিদের কলরব এখন আর আসে না
আমার কানে, কানে ভেসে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।

আমি এখন বন্দি কারাগার আছি।
অন্ধকারে আছি লুকিয়ে।
আলো আর ভালো লাগেনা আমার।
দুই পায়েতে দুই হাতে আছে আমার শিকলের বেরি।
সকলে বলে আমাকে আমি নাকি মাতাল এক পাগল।
ভালোবাসার জন্য এখন আমি মাতাল, পাগল।
তুমি ফিরে এসে আমার বুকেতে মাথা রাখো।
আমি তোমাকে রাখবো আমার বুকেতে জড়িয়ে।
তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো মহিমা।

আমি মরেও শান্তি পাব, তোমার ছোঁয়াতে।
তুমি কিকরে ভুলে গেলে, আমার ভালবাসাকে।
আমি আজও চেয়ে আছি,।
তোমার ফিরে আসার অপেক্ষাতে।
তুমি ফিরে এসো , তুমি ফিরে এসো মহিমা।
আমার এই শূন্য হা-হা-কার বুকেতে।
তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো মহিমা।।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে অভিনব কায়দায় প্রতারনায় গ্রেফতার আজিজ মোল্লা

তুমি ফিরে আসো মহিমা!

আপডেট সময় : ১০:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

     রেনু হালদার

তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।
আজও তোমার প্রতীক্ষাতে দিনগুলি
আমি অতিবাহিত করছি।
এমন তো হবার কথা ছিলনা।
তুমি আমাকে এইভাবে ভুলে যাবে,
আমি কখনোই ভাবতে পারিনাি।
তুমি আমাকে তোমার মন থেকে এইভাবে মুছে ফেলবে।
আমি এখনো বিশ্বাস করতে পারছি না।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।

এখনো পড়ে আছে আমার শূন্য হৃদয়।
আমার শূন্য হৃদয়ে তুমি ফিরে এসো মহিমা।
তোমার প্রতিশ্রুতি আমি তো ভুলিনি।
তুমি কি করে পারলে প্রতিশ্রুতি ভাঙতে।
আমার অশ্রু জল ঝরিয়ে তুমি হয়তো অনেক সুখে আছো।
দিনগুলি তোমার কাটছে এখন সুখে।
এই আমাকে ভুলে গিয়ে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।

রাত্রি নিশিতে তুমি সুখে ঘুমাও আমাকে ভুলে।
কি দোষ আমি করেছিলাম তুমি বলে যেতে পারতে।
তোমাকে ছাড়া আমি ভালো নেই।
কি করে আমি ভালো থাকবো বলো।
আমি যে তোমাকে বড্ড ভালবেসে ছিলাম।
এটাই কি আমার অপরাধ, বলো তুমি?
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা ।

প্রহরে প্রহরে বেদনাতে জর্জরিত আমি।
নিশিতে নেই দুচোখে ঘুম আমার।
মগ্ন আমি মগ্ন বড়ই মগ্ন তোমারি জন্য।
নিশিতে জেগে থাকি অশ্রু জলে।
তুমি বুঝলে না আমাকে ভুলে গেলে কি করে।
কি করে ভুলে গেলে আমার ভালবাসাকে তুমি।
এই আমার স্বর্গীয় ভালোবাসা কে তুচ্ছ করে
কি করে তুমি ভুলে থাকো আমাকে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো,মহিমা।

তুমি নেই কিছু নেই আমার, আমি শূন্য আমি রিক্ত।
আমি যুগ যুগ তোমার প্রতীক্ষাতে থাকবো।
থাকবো পথ চেয়ে চেয়ে তোমার আশাতে ।
তুমি নেই, আমার সব থেমে গেছে, থেমে গেছে আমার
গিটারের সুরের লহরি।
আমি ভুলে গেছি তানপুরা তে সুর তুলিতে।
আমি ভুলে গেছি পিয়নো বাজাতে।
আমি ভুলে গেছি বিনার সুরে সুরে সুর তুলিতে।
সব পড়ে আছে ধুলোতে পরিণত হয়ে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।

কি করে আমার আলিঙ্গন ভুলে গেলে।
কি, করে আমার চুম্বন ভুলে গেলে?
আমি ভুলে গেছি ভোরের সূর্য উদয় দেখিতে।
আমি ভুলে গেছি গোধূলি লগ্ন দেখিতে।
আমি ভুলে গেছি ঘরের জানালা খুলতে।
জানো ভোরের পাখিদের কলরব এখন আর আসে না
আমার কানে, কানে ভেসে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।

আমি এখন বন্দি কারাগার আছি।
অন্ধকারে আছি লুকিয়ে।
আলো আর ভালো লাগেনা আমার।
দুই পায়েতে দুই হাতে আছে আমার শিকলের বেরি।
সকলে বলে আমাকে আমি নাকি মাতাল এক পাগল।
ভালোবাসার জন্য এখন আমি মাতাল, পাগল।
তুমি ফিরে এসে আমার বুকেতে মাথা রাখো।
আমি তোমাকে রাখবো আমার বুকেতে জড়িয়ে।
তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো মহিমা।

আমি মরেও শান্তি পাব, তোমার ছোঁয়াতে।
তুমি কিকরে ভুলে গেলে, আমার ভালবাসাকে।
আমি আজও চেয়ে আছি,।
তোমার ফিরে আসার অপেক্ষাতে।
তুমি ফিরে এসো , তুমি ফিরে এসো মহিমা।
আমার এই শূন্য হা-হা-কার বুকেতে।
তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো মহিমা।।