ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এই স্বার্থের দুনিয়ায় কেউ কারো নয় ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে একাই চলতে হয়! তাহিরপুরে ঝুঁকি নিয়ে ২০ গ্রামের মানুষের ভাঙা ব্রিজ পারাপার বাগমারায় নৌকার বিজয় সুনিশ্চিত-আবুল কালাম আজাদ বাগেরহাটে হযরত খানজাহানের দীঘি থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায়ে নৌকায় ভোট দিন : আব্দুল হাফিজ মল্লিক! নৌকা মানে উন্নয়ন,দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : দারা রানীশংকৈলে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাকেরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত গারুড়িয়ায় লাঙ্গল মার্কার পক্ষে কাইয়ুম খানের উদ্যোগে প্রচার মিছিল ও শোডাউন সম্মাননা পেলেন ডা. মোঃ জয়নাল

তুমি ফিরে আসো মহিমা!

  • আপডেট সময় : ১০:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ২৬০৫ বার পড়া হয়েছে

     রেনু হালদার

তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।
আজও তোমার প্রতীক্ষাতে দিনগুলি
আমি অতিবাহিত করছি।
এমন তো হবার কথা ছিলনা।
তুমি আমাকে এইভাবে ভুলে যাবে,
আমি কখনোই ভাবতে পারিনাি।
তুমি আমাকে তোমার মন থেকে এইভাবে মুছে ফেলবে।
আমি এখনো বিশ্বাস করতে পারছি না।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।

এখনো পড়ে আছে আমার শূন্য হৃদয়।
আমার শূন্য হৃদয়ে তুমি ফিরে এসো মহিমা।
তোমার প্রতিশ্রুতি আমি তো ভুলিনি।
তুমি কি করে পারলে প্রতিশ্রুতি ভাঙতে।
আমার অশ্রু জল ঝরিয়ে তুমি হয়তো অনেক সুখে আছো।
দিনগুলি তোমার কাটছে এখন সুখে।
এই আমাকে ভুলে গিয়ে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।

রাত্রি নিশিতে তুমি সুখে ঘুমাও আমাকে ভুলে।
কি দোষ আমি করেছিলাম তুমি বলে যেতে পারতে।
তোমাকে ছাড়া আমি ভালো নেই।
কি করে আমি ভালো থাকবো বলো।
আমি যে তোমাকে বড্ড ভালবেসে ছিলাম।
এটাই কি আমার অপরাধ, বলো তুমি?
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা ।

প্রহরে প্রহরে বেদনাতে জর্জরিত আমি।
নিশিতে নেই দুচোখে ঘুম আমার।
মগ্ন আমি মগ্ন বড়ই মগ্ন তোমারি জন্য।
নিশিতে জেগে থাকি অশ্রু জলে।
তুমি বুঝলে না আমাকে ভুলে গেলে কি করে।
কি করে ভুলে গেলে আমার ভালবাসাকে তুমি।
এই আমার স্বর্গীয় ভালোবাসা কে তুচ্ছ করে
কি করে তুমি ভুলে থাকো আমাকে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো,মহিমা।

তুমি নেই কিছু নেই আমার, আমি শূন্য আমি রিক্ত।
আমি যুগ যুগ তোমার প্রতীক্ষাতে থাকবো।
থাকবো পথ চেয়ে চেয়ে তোমার আশাতে ।
তুমি নেই, আমার সব থেমে গেছে, থেমে গেছে আমার
গিটারের সুরের লহরি।
আমি ভুলে গেছি তানপুরা তে সুর তুলিতে।
আমি ভুলে গেছি পিয়নো বাজাতে।
আমি ভুলে গেছি বিনার সুরে সুরে সুর তুলিতে।
সব পড়ে আছে ধুলোতে পরিণত হয়ে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।

কি করে আমার আলিঙ্গন ভুলে গেলে।
কি, করে আমার চুম্বন ভুলে গেলে?
আমি ভুলে গেছি ভোরের সূর্য উদয় দেখিতে।
আমি ভুলে গেছি গোধূলি লগ্ন দেখিতে।
আমি ভুলে গেছি ঘরের জানালা খুলতে।
জানো ভোরের পাখিদের কলরব এখন আর আসে না
আমার কানে, কানে ভেসে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।

আমি এখন বন্দি কারাগার আছি।
অন্ধকারে আছি লুকিয়ে।
আলো আর ভালো লাগেনা আমার।
দুই পায়েতে দুই হাতে আছে আমার শিকলের বেরি।
সকলে বলে আমাকে আমি নাকি মাতাল এক পাগল।
ভালোবাসার জন্য এখন আমি মাতাল, পাগল।
তুমি ফিরে এসে আমার বুকেতে মাথা রাখো।
আমি তোমাকে রাখবো আমার বুকেতে জড়িয়ে।
তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো মহিমা।

আমি মরেও শান্তি পাব, তোমার ছোঁয়াতে।
তুমি কিকরে ভুলে গেলে, আমার ভালবাসাকে।
আমি আজও চেয়ে আছি,।
তোমার ফিরে আসার অপেক্ষাতে।
তুমি ফিরে এসো , তুমি ফিরে এসো মহিমা।
আমার এই শূন্য হা-হা-কার বুকেতে।
তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো মহিমা।।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এই স্বার্থের দুনিয়ায় কেউ কারো নয় ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে একাই চলতে হয়!

তুমি ফিরে আসো মহিমা!

আপডেট সময় : ১০:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

     রেনু হালদার

তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।
আজও তোমার প্রতীক্ষাতে দিনগুলি
আমি অতিবাহিত করছি।
এমন তো হবার কথা ছিলনা।
তুমি আমাকে এইভাবে ভুলে যাবে,
আমি কখনোই ভাবতে পারিনাি।
তুমি আমাকে তোমার মন থেকে এইভাবে মুছে ফেলবে।
আমি এখনো বিশ্বাস করতে পারছি না।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।

এখনো পড়ে আছে আমার শূন্য হৃদয়।
আমার শূন্য হৃদয়ে তুমি ফিরে এসো মহিমা।
তোমার প্রতিশ্রুতি আমি তো ভুলিনি।
তুমি কি করে পারলে প্রতিশ্রুতি ভাঙতে।
আমার অশ্রু জল ঝরিয়ে তুমি হয়তো অনেক সুখে আছো।
দিনগুলি তোমার কাটছে এখন সুখে।
এই আমাকে ভুলে গিয়ে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।

রাত্রি নিশিতে তুমি সুখে ঘুমাও আমাকে ভুলে।
কি দোষ আমি করেছিলাম তুমি বলে যেতে পারতে।
তোমাকে ছাড়া আমি ভালো নেই।
কি করে আমি ভালো থাকবো বলো।
আমি যে তোমাকে বড্ড ভালবেসে ছিলাম।
এটাই কি আমার অপরাধ, বলো তুমি?
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা ।

প্রহরে প্রহরে বেদনাতে জর্জরিত আমি।
নিশিতে নেই দুচোখে ঘুম আমার।
মগ্ন আমি মগ্ন বড়ই মগ্ন তোমারি জন্য।
নিশিতে জেগে থাকি অশ্রু জলে।
তুমি বুঝলে না আমাকে ভুলে গেলে কি করে।
কি করে ভুলে গেলে আমার ভালবাসাকে তুমি।
এই আমার স্বর্গীয় ভালোবাসা কে তুচ্ছ করে
কি করে তুমি ভুলে থাকো আমাকে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো,মহিমা।

তুমি নেই কিছু নেই আমার, আমি শূন্য আমি রিক্ত।
আমি যুগ যুগ তোমার প্রতীক্ষাতে থাকবো।
থাকবো পথ চেয়ে চেয়ে তোমার আশাতে ।
তুমি নেই, আমার সব থেমে গেছে, থেমে গেছে আমার
গিটারের সুরের লহরি।
আমি ভুলে গেছি তানপুরা তে সুর তুলিতে।
আমি ভুলে গেছি পিয়নো বাজাতে।
আমি ভুলে গেছি বিনার সুরে সুরে সুর তুলিতে।
সব পড়ে আছে ধুলোতে পরিণত হয়ে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।

কি করে আমার আলিঙ্গন ভুলে গেলে।
কি, করে আমার চুম্বন ভুলে গেলে?
আমি ভুলে গেছি ভোরের সূর্য উদয় দেখিতে।
আমি ভুলে গেছি গোধূলি লগ্ন দেখিতে।
আমি ভুলে গেছি ঘরের জানালা খুলতে।
জানো ভোরের পাখিদের কলরব এখন আর আসে না
আমার কানে, কানে ভেসে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মহিমা।

আমি এখন বন্দি কারাগার আছি।
অন্ধকারে আছি লুকিয়ে।
আলো আর ভালো লাগেনা আমার।
দুই পায়েতে দুই হাতে আছে আমার শিকলের বেরি।
সকলে বলে আমাকে আমি নাকি মাতাল এক পাগল।
ভালোবাসার জন্য এখন আমি মাতাল, পাগল।
তুমি ফিরে এসে আমার বুকেতে মাথা রাখো।
আমি তোমাকে রাখবো আমার বুকেতে জড়িয়ে।
তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো মহিমা।

আমি মরেও শান্তি পাব, তোমার ছোঁয়াতে।
তুমি কিকরে ভুলে গেলে, আমার ভালবাসাকে।
আমি আজও চেয়ে আছি,।
তোমার ফিরে আসার অপেক্ষাতে।
তুমি ফিরে এসো , তুমি ফিরে এসো মহিমা।
আমার এই শূন্য হা-হা-কার বুকেতে।
তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো মহিমা।।