
সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মহসীন থানায় যোগদানের পর থেকে অত্র এলাকায় চিহ্নিত চুরি ছিনতাই মাদক নির্মলে কাজ করেছেন প্রতিনিয়ত ।
তারাই ধারাবাহিকতায় গতকাল তেজগাঁও থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তেজগাঁওয়ে ৬ নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।গ্রেফতার প্রত্যেকের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
গ্রেফতার ৬ জন হলেন, সোনিয়া আক্তার (২৭),মোছাম্মৎ মালনি (২৪), মোছাম্মৎ সুবর্ণা (১৯)সোহাগী বেগম (২৩), মোছাম্মৎ মিম (২৩) এবং সালমা।
গ্রেফতারকৃত ৬ জন তেজগাঁওয়ের চিহ্নিত মাদক বিক্রেতা।তারা ঘুরে ঘুরে ফেরি করে মাদক বিক্রি করেন। তারা তেজগাঁও এলাকায় বসবাস করলেও তাদের মাদক ব্যবসা বিভিন্ন স্থানে বিস্তৃত। তারা কমলাপুর, শ্যামলী, কারওয়ান বাজার, মহাখালী রেললাইন কেন্দ্রিক মাদক ব্যবসায় জড়িত। তাদের প্রত্যেকেই একাধিকবার গ্রেফতার হয়েছেন। কিন্তু প্রতিবারই জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে যান।
গ্রেফতার সালমার বিরুদ্ধে ১১ টি,মিমের বিরুদ্ধে ৫ টি, সোহাগীর বিরুদ্ধে ৪ টি, সোনিয়ার বিরুদ্ধে ২ টি,মালনির বিরুদ্ধে ২ টি এবং সুবর্ণার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।