মোহাম্মদ সাদ্দাম হোসেন :(বরিশাল প্রতিনিধি) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের সর্ব দক্ষিনে এই গ্রাম টি অবস্থিত। এই গ্রামের এক তৃতীয় অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বাকি যেটুকু আছে সেটুকু ও জোরপূর্বক দিনে রাতে কেটে নিয়ে যাচ্ছে ভূমিদস্যুরা। বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের সবচেয়ে গরিব এবং অসহায় মানুষ এই গ্রামে বসবাস করে। বিত্তশালীরা ইতিমধ্যেই গ্রাম ছেড়েছেন। এই গ্রামে নেই কোন সাইক্লোন সেন্টার। একটি পাকা প্রাইমারি স্কুল ছিল সেটি ও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নেই কোন বেড়িবাধ, অল্প জোয়ারে তলিয়ে যায় গ্রামটি, নষ্ট হয়ে যায় কৃষি জমিসহ মৎস্য খামার। নদীবেষ্টিত এই গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র পথ মুইনখালি হইতে দক্ষিন সাদিশের ব্রিজটারও বেহাল অবস্থা।এই গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি কাজ এবং মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে। গরীব এই মানুষগুলো স্থানীয় পলিটিক্সের কারণে বেশিরভাগ ক্ষেত্রে সরকারি অনুদান থেকে বঞ্চিত । এই গ্রামের গরিব এবং অসহায় মানুষের একটাই দাবি *মাননীয় এমপি মহোদয়ের* কাছে একটি নদীরক্ষা বাঁধ (আমতলী সাদিশ প্রাইমারি স্কুল থেকে দক্ষিণ সাদিশের চর পর্যন্ত প্রায় ২.৫ কি.মি) এবং দক্ষিণ সাদিশ চর থেকে মুইনখালি পর্যন্ত একটি রাস্তা ও মুইনখালি ব্রিজটি পুনঃ নির্মাণ।
সংবাদ শিরোনাম ::