পেকুয়া প্রতিনিধিঃ-বিয়ের পাকাপোক্ত হয়েছে তিনমাস আগে। ঈদের পরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো তরুণীর। হবু স্বামী ফরহাদ হোসাইনকে (২৫) নিয়ে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে আসেন সুমাইয়া আক্তার (২০)। কে জানতো হবু স্বামীর সাথে ছিলো সুমাইয়ার শেষ দেখা। কক্সবাজারে পেকুয়ায় দাওয়াত খেতে এসে বাড়ি ফেরার পথে ইটবোঝাই ডাম্পার গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে মারা যান সুমাইয়া। গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন ফরহাদ হোসাইন। তারা দুজনে মোটরসাইকেল করে মগনামা থেকে বাড়ি ফিরছিলেন।
শেখ হাসিনা বানৌজা মহাসড়কের পেকুয়া-মগনামা সীমান্ত সেতু কাটাফাঁড়ি ব্রীজ সংলগ্ন বাইন্যাঘোনা এলাকায় বুধবার রাত সাড়ে সাতটায় দুর্ঘটনায় পতিত হন। মগনামামুখি বেপরোয়া গতির একটি ইটবোঝাই ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষে হতাহত হন তারা।
ফরহাদ হোসাইনকে প্রথমে পেকুয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সুমাইয়া আক্তারকে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরহাদ হোসাইন চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৫নং ওয়ার্ডের মোহাম্মদ হোসাইনের ছেলে। সুমাইয়া আক্তার একই পৌরসভার ভাঙারমুখ মৌলভীর ৯নং ওয়ার্ডের বদিউল আলমের মেয়ে।
আহত ফরহাদ হোসাইনের ভগ্নিপতি সাংবাদিক আলা উদ্দিন আলো বলেন,ঈদের পরে তাদের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো। তিন মাস আগে দুজনের বিয়ের কথা পাকাপোক্ত হয়েছে। মগনামায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় মারা যান সুমাইয়া। ফরহাদের অবস্থাও ভালো নয়।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।