
নিজস্ব প্রতিবেদনঃ দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমামের সার্বিক তৎপরতায় এএসআই রাজেশ চন্দ্র পাল সঙ্গীয় ফোর্স সহ গত ১০ এপ্রিল ২০২৩ইং রাত ১০.৩০ ঘটিকার সময়ে দাগনভূঞা পৌরসভার আজিল ফাজিলপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর-৪১১ এর এর ০৬(ছয়) মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামী আলী হোসেন প্রকাশ মাসুদ,’কে গ্রেপ্তার করে দাগনভূইয়া থানা পুলিশ।
তার গ্রাম উত্তর লালপুর, ডাকঘর-সিলোনীয়া বাজার, থানা-দাগনভূইয়া, জেলা-ফেনী। উক্ত আসামীকে বিধি মোতাবেক অদ্য ১১ এপ্রিল ২০২৩ ইং তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে দাগনভূঁঞা থানা পুলিশ।