
দুদক অভিযান দুই(২) ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে একটি অভিযান পরিচালনা করে। অভিযোগে বলা হয় নগদ বিপুল পরিমাণ অতিরিক্ত ই-মানি তৈরী করে বেশ কিছু বিদেশী কোম্পানীর মাধ্যমে অর্থ পাচার করেছে।
অভিযানকালে সংশ্লিষ্টদের বক্তব্য ও রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। পর্যালোচনায় দেখা যায়, নগদ প্রায় ৬০০ কোটি টাকার বেশি অনিয়মিত ই-ওয়ালেটের মাধ্যমে লেনদেন করেছে। এছাড়া ট্রাস্ট একাউন্টের সাথে নগদের মূল একাউন্টের হিসাবের গড়মিল পাওয়া গেছে। অভিযোগের বিষয়সমূহ বিশদতভাবে যাচাইয়ের নিমিত্ত টিম সংশ্লিষ্ট সকল নথি সংগ্রহ করে। সংগৃহীত সকল রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
অভিযান দুই(২)চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ও আউটার রিং রোড নির্মাণে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও আউটার রিং রোড নির্মাণ প্রকল্পের নথিপত্র পর্যালোচনা ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করা হয়।
আউটার রিং রোড নির্মাণ প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, প্রকল্পের জনবল নির্ধারণ বিষয়ক কমিটির সুপারিশ পরিপূর্ণ অনুসরণ না করেই চউকের প্রধান প্রকৌশলীকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এছাড়া উক্ত প্রকল্পের অন্যান্য জনবল নিয়োগে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্রাদি পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
অভিযান তিন(৩)রাজশাহী মহানগরীতে ঘুষের বিনিময়ে ভবন নির্মাণের নকশা এবং অগ্নি নিরাপত্তা সংক্রান্ত অনাপত্তিপত্র প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী হতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, হোটেল গ্রান্ড রিভারভিউ-এ সরেজমিনে উপস্থিত হয়ে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) হতে ৩ জন ইমারত পরিদর্শক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স -এর ৪ জন সদস্যের সহায়তা নেয়া হয়। অভিযানকালে অভিযোগসংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্র বিশ্লেষণ, আরডিএ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে বিশেষজ্ঞ মতামত প্রাপ্তি সাপেক্ষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।