
মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃঅদ্য ৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্সসহ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) এনামুল হকের নেতৃত্বে পদ্মা নদীতে নৌ টহলকালে রাজবাড়ী জেলার পাংশা থানার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চরআফরা সাকিনস্থ আক্তার শেখের বাড়ির পেছনে পদ্মা নদীতে পাংশা থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে মো: ফারুক হোসেন (৩৫)’কে আটক করা হয়।
ধৃত আসামীর নিকট হতে- দুইটি ওয়ান শুটার গান, একটি দেশীয় পাইপগান,একটি এয়ারগান , চারটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ বস্তু, একটি রামদা,আঠারটি তাজা কার্তুজ,একটি ইঞ্জিন চালিত নৌকা, একটি ডেগার ও একটি itel বাটন ফোন আটক করে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।