নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখায় বিজয় টিভি ও ভোরের পাতার জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেনকে সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সরদার মাহমুদ হক ( উত্তাল) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।
রবিবার ১২ নভেম্বর বিকাল ৪ টায় সংগঠনের জেলা শাখার অস্থায়ী কার্যালয় টাইম স্কয়ারে সংগঠনটির আহবায়ক কমিটির পূর্বনির্ধারিত সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোসনা করে নতুন কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের সুরক্ষায় ও দাবি দাওয়া আদায়ের লক্ষে সারাদেশে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতা বজায় রেখে অতীতে সাংবাদিকদের বিপদে ও সুরক্ষায় সারাদেশের ন্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা কাজ করে যাচ্ছে।( সংবাদ বিজ্ঞপ্তি)