
মোঃ রাসেল হুসাইন নড়াইল:- নড়াইল জেলার বিভিন্নস্থানে বাৎসরিক মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
নিরালী গ্রামবাসীর উদ্যোগে নিরেলী সার্বজনীন পূজা মন্দিরে, হোগলাডাঙ্গা গ্রামবাসীর আয়োজনে হোগলাডাঙ্গা সার্বজনীন পূজা মন্দিরে এবং শিমুলীয়া মনসা মন্দির কমিটির আয়োজনে শিমুলীয়া মনসা পূজা মন্দির চত্বরে একই দিনে অনুষ্ঠিত হোলো বাৎসরিক মতুয়া মহাউৎসব ও মিলন মেলা। মতুয়া মহোৎসবে নড়াইল জেলাসহ পার্শ্ববর্তী যশোর জেলার বিভিন্ন এলাকা হতে প্রায় শতাধিক দল অংশ নেয়। মতুয়াদের ঢাকের আওয়াজে ওই সব এলাকার আকাশ বাতাস মুখোরিত হয়ে উঠে।
বাৎসরিক মতুয়া মহাউৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি অসিম কুমার পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক অসীম কুমার বিশ্বাস,এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মতুয়া বাসুদেব পাল, মতুয়া সজীব রায়,মতুয়া দেব কুমার মজুমদার, মতুয়া গৌর রায়,মতুয়া পীযুষ বিশ্বাস, মতুয়া বিচিত্র বিশ্বাস সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শুক্রবার (১৭মে) এ মতুয়া উৎসবকে ঘিরে গোটা এলাকায় আনন্দের আমেজ বিরাজ করে। মতুয়া উৎসব লোকজ মেলায় পরিণত হয়। মন্দির চত্বরে বিভিন্ন দোকানীরা পসরা সাজিয়ে বসেন। একাধিক দোকানী জানান, তারা প্রতিবছর এখানে আসেন ব্যবসা করার জন্য। এ মতুয়া উৎসবকে ঘিরে এলাকার ও বাইরের হাজার হাজার মানুষ এখানে আসেন। নাচে গানে মেতে উঠেন। সেই সাথে চলে ধর্মীয় আরাধনা ও বিভিন্ন আচার আনুষ্ঠানিকতা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পূজা অর্চনা, প্রসাধ বিতরণ, ঠাকুরের লীলা প্রচার, পদাবলী কীর্তনসহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনব্যাপী এ মহাসম্মেলন।
প্রধান অতিথি সভাপতি অসীম কুমার পাল তার বক্তৃতাকালে বলেন, হিন্দু সমাজের বড় অংশীদার হচ্ছে মতুয়া সম্প্রদায়। মতুয়ারা সমাজে সবসময় শান্তির বার্তা বহন করে চলে।প্রকৃত মতুয়া সমাজে কখনো অশান্তি সৃষ্টি করে না।তিনি মতুয়াদের সবসময় ঐক্যবদ্ধ থেকে সামাজিক উন্নয়নে এবং ভালো কাজে অংশীদার হতে সকলের প্রতি আহবান জানান।