মোঃ রাসেল হুসাইন নড়াইল:- নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন – ২০২৪ সুষ্ঠু না হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার ( ২২ মে) বিকালে এ সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ( ঘোড়া প্রতিক) তোফায়েল মাহামুদ তুফান। এসময় তিনি অভিযোগ করে বলেন,গত ( ২১ মে) নির্বাচনের দিন বিভিন্ন এলাকায় আমার নির্বাচনী এজেন্টদের কেন্দ্র হতে বের করে দেওয়া হয়। ভোটারদের ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে।কয়েকটি কেন্দ্রে প্রচুর পরিমাণে জাল ভোট প্রদান যার ভিডিও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বক্তব্যে চন্ডিবরপুর ইউনিয়নের সকল কেন্দ্র, আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর, দত্তপাড়া স্কুল, চারিখাদা স্কুল, মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা স্কুল কেন্দ্রীর ভোট যাচাই- বাচাই সহ পুনরায় গননা করার আহ্বান জানান তিনি।