
গতকাল রবিবার (১৬ মার্চ ২০২৫) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ রাজধানীর জনবহুল এলাকা নিউমার্কেট মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে একত্রে ইফতার করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন নিউমার্কেট থানার সুযোগ্য অফিসার ইনচার্জ(ওসি) মহসিন উদ্দিন ও নিউমার্কেট থানার দায়িত্বরত সকল অফিসার ফোর্স ও বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।
এবিষয়ে এসি তারিক লতিফের কাছে জানতে চাইলে তিনি বলেন,রাজধানীর অন্যতম জনবহুল এলাকা নিউমার্কেট।
পবিত্র মাহে রমজানে কর্মব্যস্ত মানুষ আপনজনের সাথে ইফতার করতে বাসায় ফিরে যান, ঠিক তেমনি জনসাধারণের সার্বিক নিরাপত্তায় নিশ্চিত করতে আমাদের প্রতিটি ফোর্স দায়িত্বস্থলে বা সড়কে ইফতার করতে হয়।ঈদকে সামনে রেখে আমার নিউমার্কেট জোন এলাকায় সর্বদায় জননিরাপত্তা দিতে আমরা প্রস্তুত রয়েছি।