মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ নেত্রকোনার শীর্ষ সন্ত্রাসী, হত্যা, মাদক, অস্ত্রসহ ডজন মামলার আসামি মোর্শেদ হাবিব ভুইয়া ওরফে জুয়েল (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল মিরপুর মডেল থানার মধ্য পাইকপাড়া বউ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল নেত্রকোনা জেলা যুবলীগের সাবেক সভাপতি স্বপন জোয়ারদার হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
গ্রেফতার জুয়েল নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বল্প শুনই গ্রামের মৃত হাবিবুর রহমান ভুইয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মিরপুর মডেল থানার মধ্য পাইকপাড়া বউ বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে দেখে পালানোর চেষ্টা করেন জুয়েল। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তার শরীর তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জুয়েল পেশাদার অপরাধী। তিনি ২০০১ সালে নেত্রকোনা জেলা যুবলীগের তৎকালীন সভাপতি স্বপন জোয়ারদার হত্যা মামলার চার্জশিটভুক্ত ১ নং আসামি।
কিন্তু বর্তমানে তিনি মিরপুর থাকেন এবং ইয়াবা ব্যবসায় জড়িত। দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে তিনি ঢাকায় বিক্রি করেন। গতকালও এই ইয়াবা বিক্রির জন্যই তিনি বউ বাজার আসেন। জুয়েলের বিরুদ্ধে নেত্রকোনা ও ঢাকার বিভিন্ন থানায় হত্যা, মাদক, অস্ত্রসহ ১২ টি মামলা রয়েছে।