নিজস্ব প্রতিবেদক :-১৮ অক্টোবর (বুধবার) পাবনা জেলার চাটমোহর উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস রাজশাহী এর যৌথ উদ্যোগে উথুলী মোড় এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
বুধবার রাতে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান উপপরিচালক (সিএম) মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত অভিযান পরিচালনাকালে মিথ্যা তথ্য ব্যবহার করে বিস্কুট, ব্রেড ও কেক বিক্রয় বিতরণ করায় মেসার্স মুন্না বেকারিকে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১০০০০.০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চাটমোহর সহকারী কমিশনার (ভুমি) তানজিলা খাতুন এর নেতৃেত্ব পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত থেকে মামলা দায়ের করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম।