মুহাম্মদ এমরান:- পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাত (০৭) সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসাবে ইখতিয়ার উদ্দীন ইমন, সাধারন সম্পাদক হিসাবে মোঃ সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নাজমুল হকের নাম ঘোষনা করা হয়।
১১-১১-২০২৩ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ঢাকাস্থ অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাৎ ফরাজী সাকিব ও কার্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্যদের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি পাঠানো হয়।
কমিটিতে সি. সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ ইব্রাহিম খলিল চৌধুরী ও নুরুল আবসার ও সি. যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আলাল উদ্দিন ও আদিবাতুল আয়েশা এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। একই সঙ্গে আগামী ০৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি, ইখতিয়ার উদ্দিন ইমন বলেন, পার্বত্য চট্টগ্রাম পরিষদ নিপীড়িত, বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ের লক্ষ্যে সর্বদা কাজ করে যাবে। পার্বত্য অঞ্চলে চলমান শিক্ষাক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র পরিষদের সংগ্রাম চলমান থাকবে।