নিজস্ব প্রতিবেদকঃ মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। এ সমস্যা ক্রমশঃ বিস্তৃত হচ্ছে ব্যক্তি হতে পরিবার, পরিবার হতে সমাজে, সমাজ হতে রাষ্ট্রে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ অক্টোবর ২০২৩ তারিখ আনুমানিক রাত ৯ ঘটিকার সময় র্যাব-১ উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,গাজীপুর মহানগরীর গাজীপুর পূবাইল থানাধীন পূবাইল আশ্রয় কেন্দ্রের গেইট এর সামনে সাতানী পাড়া রোড পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর মহানগরীর গাজীপুর পূবাইল থানাধীন পূবাইল আশ্রয় কেন্দ্রের গেইট এর সামনে সাতানীপাড়া রোড পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন বড় মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন মোল্লা (২৭)কে গ্রেফতার করে।এসময় ধৃত আসামীর নিকট হতে ৩৮ কেজি গাঁজা এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরের আশপাশ এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মোঃ পারভেজ রানা
সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) র্যাব-১ ।