র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সাবির্ক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল ২০২৩ ইং র্যাব-১০
এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে পেটের ভিতরে করে ইয়াবা বহনকালে আনুমানিক ৪,২৩,৬০০/- (চার লক্ষ তেইশ হাজার ছয়শত) টাকা মূল্যের ১,৪১২ (এক হাজার চারশত বারো) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মোঃ ইমান আলী (৩৮) ও মোঃ মোক্তার হোসেন (৩৭) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ৩ মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এই অভিনব কায়দা অবলম্বন করে ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।