
নিজস্ব প্রতিবেদকঃ- র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়হান সুপার মার্কেটের ছাদে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পেট্রোল বোমা ও ককটেল তৈরি করাকালে পেট্রোল বোমা ও ককটেল তৈরির সরঞ্জামাদিসহ ০৪ জন নাশকতাকারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন পাটি রুবেল (৩৩)মোঃ মারুফ খান (২১)মোঃ আল আমিন (২২)মো: হৃদয় সরদার (২৫) বলে জানা যায়।এ সময় তাদের নিকট থেকে ১২টি দেশীয় অস্ত্র (ছুরি, চাপাতি ও সুইজ গিয়ার চাকু ইত্যাদি), ১০ টি পেট্রোল বোমা, ৪টি ককটেল, ৯০ গ্রাম গান পাউডার, ২ কেজি ৫০০ গ্রাম গাজা, ০১ টি গাঁজা মাপার যন্ত্র, ২ লিটার পেট্রোল, ০১টি মোটরসাইকেল ও ০৩টি মোটরসাইকেলের হেলমেট উদ্ধার করা হয়।
আজ রাত ৮ ঘটিকার সময় র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন সাংবাদিকদের জানান গ্রেফতারকৃত আসামীরা নাশকতার উদ্দেশ্যে উক্ত ছাদের উপরে পেট্রোল বোমা ও ককটেল তৈরি করছিল। তারা যাত্রাবাড়ী থানা যুবদলের সভাপতি অপু এবং সহ-সভাপতি ফাহিম এর নেতৃত্বে যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাদ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় নাশকতা করে আসছিল।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।