ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলদিয়া নৌ পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্রসহ নৌকা আটক চাঞ্চল্যকর শাহাদাৎ হত্যা মামলার আসামি জহিরুল’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২ জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা অত্যাধুনিক রিভলবার ৮০ রাউন্ড কার্তুজসহ সাবেক উপজেলা চেয়ারম্যান হান্নানকে গ্রেফতার করেছে:ডিবি ফরিদপুরে বি-৭১ডায়াগনস্টিক সেন্টারের সহায়তা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ী-২ আসনে নির্বাচন করবেন এনডিএম মহাসচিব মোমিনুল আমিন নানা আয়োজনে অফিসার্স ক্লাবে সরস্বতী পূজা উদযাপন ফ্রিডম ইন্টারন্যাশনাল এর বিবৃতি: তাপসী তাবাসসুম উর্মি-কে হয়রানি না করার আহ্বান ফরিদপুরে হাফ ভাড়া দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ”গাড়ির চালকদের অভিমানের সুর যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডে ববি হাজ্জাজের নিন্দা

পেনিনসুলায় নারী উদ্যোক্তাদের তিন দিনব্যাপী ঈদ এক্সট্রাভ্যাগেনজা শুরু

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০২:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • ৩৩৬৭ বার পড়া হয়েছে

বন্দরনগরী চট্টগ্রামের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাং-এর ডালিয়া হলে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের অংশগ্রহনে ৩ দিনব্যাপী পোষাক প্রদর্শনী ও লাইফস্টাইলের বড় আয়োজন আর্ট এন্ড বিউটি ঈদ এক্সট্রাভ্যাগেনজা- ২০২৩।

২ মার্চ বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষায়িত এই ফেয়ারের উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন র‍্যাংকস এফসি প্রপার্টিজ লি: এবং সিইএম গ্রুপের পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের কো-চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈদ এক্সট্রাভ্যাগেনজার আয়োজক লামোর ইভেন্টের ম্যানেজিং পার্টনার সাদ শাহরিয়ার, সাইফ শোয়েব, মেকাপ-শেকাপ গ্রুপের ফাউন্ডার এন্ড এডমিন রাহিলা সুলতানা জুহি, রিফাত ক্রিয়েশনের কর্ণধার রিফাত সুলতানা।

লামোর ইভেন্টের উদ্যোক্তা সাদ শাহরিয়ার জানান, ঈদকে সামনে রেখে অর্ধ শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে ‘লামোর ইভেন্ট’, জনপ্রিয় গার্লস গ্রুপ মেকাপ-শেকাপ ও রিফাত ক্রিয়েশনের যৌথ উদ্যোগে বিশেষায়িত ফেয়ারটি অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনে টাইটেল স্পন্সর আর্ট এন্ড বিউটি বাই আলিফা নুর। পাওয়ার্ড বাই বেল্লেজাস ইংক।

সাদ শাহরিয়ার বলেন, চট্টগ্রাম নগরবাসীকে নতুন ফ্যাশন ট্রেন্ডের সাথে পরিচিত করানোর পাশাপাশি অভিজাত পরিবেশে সাশ্রয়ী মুল্যে ঈদ শপিং-এর সুযোগ করে দিতে বড় পরিসরে ঈদ এক্সট্রাভ্যাগেনজা আয়োজিত হয়ে আসছে নিয়মিত। এই আয়োজেনে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উদ্যোগ এবং কার্যক্রমকে উৎসাহ যোগানো এবং তাদের বাণিজ্যিকভাবে লাভবান করতে ঈদ এক্সট্রাভ্যাগেনজা ধারাবাহিকভাবে ভূমিকা রেখে আসছে। এবার আগের ছেয়ে আরো বড় এবং বর্ণিল আয়োজনে, ঢাকা ও চট্টগ্রামের আরো বেশি ব্র্যান্ড এবং উদ্যোক্তাদের অংশগ্রহনে আজ শুরু হয়েছে ঈদ এক্সট্রাভ্যাগেনজা। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত।

এক্সট্রাভ্যাগেনজায় অর্ধশতাধিক স্টলে বিক্রয় ও প্রদর্শনীতে অংশ নিয়েছে নারী উদ্যোক্তারা। এতে দেশী-বিদেশী পোষাক প্রদর্শনী, জুয়েলারি, কসমেটিকসহ লাইফ স্টাইলের ভিন্ন ভিন্ন সব আনন্দ ও সেবামুলক আয়োজন রয়েছে । এখানে প্রতিদিন ফ্রি মেহেদী উৎসব, লামোর স্টাইল ফটোবুথ, বেস্ট সেলার এওয়ার্ড, বেস্ট লুক্রেটিভ স্টল এওয়ার্ড, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার, র‌্যাফেল ড্রসহ আরও নানা আকর্ষণ রাখা হয়েছে ক্রেতা দর্শনার্থীদের জন্য।
কোন প্রবেশ ফি ছাড়াই তিন দিনের ঈদ এক্সট্রাভ্যাগেনজা নারী ও পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকবে এই ফেয়ার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলদিয়া নৌ পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্রসহ নৌকা আটক

পেনিনসুলায় নারী উদ্যোক্তাদের তিন দিনব্যাপী ঈদ এক্সট্রাভ্যাগেনজা শুরু

আপডেট সময় : ০২:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

বন্দরনগরী চট্টগ্রামের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাং-এর ডালিয়া হলে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের অংশগ্রহনে ৩ দিনব্যাপী পোষাক প্রদর্শনী ও লাইফস্টাইলের বড় আয়োজন আর্ট এন্ড বিউটি ঈদ এক্সট্রাভ্যাগেনজা- ২০২৩।

২ মার্চ বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষায়িত এই ফেয়ারের উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন র‍্যাংকস এফসি প্রপার্টিজ লি: এবং সিইএম গ্রুপের পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের কো-চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈদ এক্সট্রাভ্যাগেনজার আয়োজক লামোর ইভেন্টের ম্যানেজিং পার্টনার সাদ শাহরিয়ার, সাইফ শোয়েব, মেকাপ-শেকাপ গ্রুপের ফাউন্ডার এন্ড এডমিন রাহিলা সুলতানা জুহি, রিফাত ক্রিয়েশনের কর্ণধার রিফাত সুলতানা।

লামোর ইভেন্টের উদ্যোক্তা সাদ শাহরিয়ার জানান, ঈদকে সামনে রেখে অর্ধ শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে ‘লামোর ইভেন্ট’, জনপ্রিয় গার্লস গ্রুপ মেকাপ-শেকাপ ও রিফাত ক্রিয়েশনের যৌথ উদ্যোগে বিশেষায়িত ফেয়ারটি অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনে টাইটেল স্পন্সর আর্ট এন্ড বিউটি বাই আলিফা নুর। পাওয়ার্ড বাই বেল্লেজাস ইংক।

সাদ শাহরিয়ার বলেন, চট্টগ্রাম নগরবাসীকে নতুন ফ্যাশন ট্রেন্ডের সাথে পরিচিত করানোর পাশাপাশি অভিজাত পরিবেশে সাশ্রয়ী মুল্যে ঈদ শপিং-এর সুযোগ করে দিতে বড় পরিসরে ঈদ এক্সট্রাভ্যাগেনজা আয়োজিত হয়ে আসছে নিয়মিত। এই আয়োজেনে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের উদ্যোগ এবং কার্যক্রমকে উৎসাহ যোগানো এবং তাদের বাণিজ্যিকভাবে লাভবান করতে ঈদ এক্সট্রাভ্যাগেনজা ধারাবাহিকভাবে ভূমিকা রেখে আসছে। এবার আগের ছেয়ে আরো বড় এবং বর্ণিল আয়োজনে, ঢাকা ও চট্টগ্রামের আরো বেশি ব্র্যান্ড এবং উদ্যোক্তাদের অংশগ্রহনে আজ শুরু হয়েছে ঈদ এক্সট্রাভ্যাগেনজা। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত।

এক্সট্রাভ্যাগেনজায় অর্ধশতাধিক স্টলে বিক্রয় ও প্রদর্শনীতে অংশ নিয়েছে নারী উদ্যোক্তারা। এতে দেশী-বিদেশী পোষাক প্রদর্শনী, জুয়েলারি, কসমেটিকসহ লাইফ স্টাইলের ভিন্ন ভিন্ন সব আনন্দ ও সেবামুলক আয়োজন রয়েছে । এখানে প্রতিদিন ফ্রি মেহেদী উৎসব, লামোর স্টাইল ফটোবুথ, বেস্ট সেলার এওয়ার্ড, বেস্ট লুক্রেটিভ স্টল এওয়ার্ড, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার, র‌্যাফেল ড্রসহ আরও নানা আকর্ষণ রাখা হয়েছে ক্রেতা দর্শনার্থীদের জন্য।
কোন প্রবেশ ফি ছাড়াই তিন দিনের ঈদ এক্সট্রাভ্যাগেনজা নারী ও পুরুষ সবার জন্য উন্মুক্ত থাকবে এই ফেয়ার।